পবিপ্রবির সাথে খুকৃবির সমঝোতা চুক্তি স্বাক্ষর
- পবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১৩ মে ২০২৪, ০৬:৩৯ PM , আপডেট: ১৩ মে ২০২৪, ০৬:৩৯ PM
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) এর মাঝে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। ১৩ মে (সোমবার) সকাল ১০.৩০ টায় পবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এবং খুকৃবির উপাচার্য প্রফেসর ড. আবুল কাসেম চৌধুরি এর উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার ড. খন্দকার মাজহারুল আনোয়ার এ চুক্তিতে স্বাক্ষর করেন।
এ চুক্তি স্বাক্ষরের ফলে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা কার্যক্রম, গবেষণা থিসিস, ইন্টার্নশিপ, সেমিনার, টেকনোলজি ট্রান্সফারসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের পথ সুগম হবে। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তাগণ।