নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের আয়োজনে ক্যারিয়ার সেমিনার

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের আয়োজনে ক্যারিয়ার সেমিনার
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের আয়োজনে ক্যারিয়ার সেমিনার  © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আইন ও বিচার বিভাগ ছাত্রলীগের আয়োজনে ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মার্চ) আইন ও বিচার বিভাগে অনুষ্ঠিত সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মাসুম হাওলাদার ও বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

আইন ও বিচার বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত হারুন আবদুল্লাহ খানের তত্ত্বাবধানে সেমিনারে বক্তব্য রাখেন আইন বিভাগের সহকারী অধ্যাপক মনির আলম ও অরিন্দম বিশ্বাস। এছাড়াও বিজেএস পরীক্ষার প্রস্তুতি এবং আইনজীবী হিসেবে ক্যারিয়ার গঠনে আলোচনা করেন আইন ও বিচার বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী ময়মনসিংহ জজ কোর্টের সহকারী জজ তানিয়া আক্তার ও আইনজীবী মোজাম্মেল হক।

আয়োজনের বিষয়ে সিফাত হারুন আবদুল্লাহ খান বলেন, সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে স্মার্ট সিটিজেন গঠনের মধ্য দিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সারথি হতে চাই। আগামীতেও শিক্ষার্থীদের জন্য নানা ধরনের সৃজনশীল, উদ্ভাবনী, দক্ষতা বৃদ্ধি এবং বুদ্ধিবৃত্তিক চর্চার বিকাশ ঘটাতে সহায়ক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।


সর্বশেষ সংবাদ