নিরাপত্তা জোরদারে নজরুল বিশ্ববিদ্যালয়ে যুক্ত ওয়াকিটকি

১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৪ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫১ AM
উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর

উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর © টিডিসি ফটো

সার্বক্ষণিক যোগাযোগ রক্ষাসহ টহল কার্যক্রমকে আরও নজরদারির মধ্যে আনতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা সরঞ্জামের সাথে যুক্ত করা হলো ওয়াকিটকি। 

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির হাতে ৪ টি ওয়াকিটকি তুলে দেন। প্রয়োজনানুযায়ী ধাপে ধাপে ওয়াকিটকির সংখ্যা বৃদ্ধি করা হবে বলেও জানান তিনি। 

ওয়াকিটকি হস্তান্তরকালে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে ইতোমধ্যেই সীমানা প্রাচীর নির্মাণ এবং পুরো ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতায় নিয়ে সার্বক্ষণিক মনিটরিং এর ব্যবস্থা করা হয়েছে। সেইসাথে বিশ্ববিদ্যালয়ের দুই গেইটের মধ্যে সমন্বয় ও যোগাযোগ ব্যবস্থাকে আরও নিরবিচ্ছিন্ন করার লক্ষ্যে আজ থেকে ওয়াকি-টকি যুক্ত করা হলো। আমরা নজরুল বিশ্ববিদ্যালয়কে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে চাই।

তিনি আরো বলেন, তাৎক্ষণিক যোগাযোগের ক্ষেত্রে ওয়াকিটকি অত্যন্ত কার্যকর। মোবাইলে নাম্বার বের করে কল করতে হয়, আবার অনেক সময় নাম্বার ব্যস্ত থাকলে দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ সম্পন্ন করা কঠিন হয়ে পড়ে। কিন্তু ওয়াকিটকির ক্ষেত্রে একে অপরকে কল করা খুব সহজ ও মুহূর্তেই যোগাযোগ করা যায়। 

এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোসাম্মৎ জান্নাতুল ফেরদৌস, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী, সহকারী প্রক্টর মো. মেহেদী তানজীর ও ফিরোজ সরকার উপস্থিত ছিলেন।

জামায়াত নেতা হত্যায় মামলা, প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬