নজরুল বিশ্ববিদ্যালয়ে নৃ-তার্কিক সংঘের নতুন কমিটি গঠন

৩১ জানুয়ারি ২০২৪, ১২:৪৪ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৫৩ AM
সভাপতি (প্রশাসন) শাকিল খান হৃদয়, সভাপতি (বিতর্ক) জোহাদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মমিনুর মুহিত।

সভাপতি (প্রশাসন) শাকিল খান হৃদয়, সভাপতি (বিতর্ক) জোহাদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মমিনুর মুহিত। © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগের নৃ-তার্কিক সংঘের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি (প্রশাসন) হিসেবে শাকিল খান হৃদয় ও সভাপতি (বিতর্ক) হিসেবে জোহাদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মমিনুর মুহিত নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৯ জানুয়ারি) সংগঠনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করেন। ১৭ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি (প্রশাসন) হিসেবে ফেরদৌস আহমেদ এবং সহ-সভাপতি (বিতর্ক) হিসেবে পলাশীকা সাহা দায়িত্ব পালন করবেন। সংগঠনটির উপদেষ্টা হিসেবে রয়েছেন বিভাগটির সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস।

এছাড়াও যুগ্ম-সাধারণ সম্পাদক পদে জিয়াউল হক জিয়া,  সাংগঠনিক সম্পাদক নাজমুন নাহার, কোষাধ্যক্ষ শবনম আজিজ, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক সাফিনা গাজী এমি, পাঠচক্র বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন, আলোকচিত্র বিষয়ক সম্পাদক মানিক মিয়া এবং অতিথি ও আপ্যায়ন সম্পাদক হিসেবে মোস্তফা কামাল দায়িত্ব পালন করবেন। 

ক্লাবটির সভাপতি (প্রশাসন) শাকিল খান হৃদয় বলেন, আমাদের সকলের উদ্দেশ্য থাকবে ক্লাবের প্রতিটি মেম্বার যেন একজন দক্ষ তার্কিক হয়ে বিভাগের সুনাম বয়ে আনতে পারে। পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের মাধ্যম হিসেবেও ক্লাবটি কাজ করবে।

সাধারণ সম্পাদক মমিনুর মুহিত বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকে নৃ-তার্কিক সংঘের কাছে অনেক কিছু শিখেছি। আমি দৃঢ় সংকল্পবদ্ধ যে, ক্লাবের সর্বাঙ্গীণ উন্নতি সাধনে নিজেকে নিয়োজিত রাখবো এবং সময়ানুবর্তিতা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে  ক্লাবের সদস্যদেরকে জ্ঞানপিপাসু করে তুলবো। ইনশাআল্লাহ সামনে দারুণ কিছু অপেক্ষা করছে।

বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬