কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি
কুমিল্লা ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের (সিওইউএসসি) উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে দিনব্যাপী জাতীয় বিজ্ঞানমেলা-২০২৪। মেলায় মোট সাতটি ইভেন্টে বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
মেলার এবারের স্লোগান ‘ইগনিটিং মাইন্ড, স্পার্কিং ইনোভেশনস : জয়েন আওয়ার সায়েন্স সেলিব্রেশন’। আগামী ১৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। সংগঠনটির সভাপতি আমান উল্লাহ আমান ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান ইভান দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞানমেলায় অংশগ্রহণে ইচ্ছুক বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবেদনের সময় শেষ হচ্ছে আগামী ১০ ফেব্রুয়ারি।

সংগঠনটির সভাপতি আমান উল্লাহ আমান বলেন, সায়েন্স ফেস্টিভালে ৭টি আলাদা ক্যাটাগরিতে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। এই বিজ্ঞান মেলার প্রধান উদ্দেশ্য হল বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় ছেলেমেয়েদের উদ্বুদ্ধ করা।
আমান বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণরা যেন নিজেদেরকে দক্ষভাবে তৈরি করতে পারেন সেজন্যই এই বিজ্ঞান মেলার আয়োজন। এর আগে ২০১৮ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব প্রথমবারের মতো সায়েন্স ফেস্টিভ্যালের আয়োজন করেছিল।