জবির পরিকল্পনা দপ্তরের পরিচালক হলেন সৈয়দ আহম্মদ

০৫ জানুয়ারি ২০২৪, ০৫:৫২ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৮ AM
সৈয়দ আহম্মদ

সৈয়দ আহম্মদ © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থ ও হিসাব দপ্তরের অতিরিক্ত পরিচালক সৈয়দ আহম্মদকে পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের (ভারপ্রাপ্ত) পরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সৈয়দ আহম্মদকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক শূন্য পদে ভারপ্রাপ্ত দায়িত্ব দেয়া হলো। বিশ্ববিদ্যালয়ের কাজের স্বার্থে এ আদেশ জারি করা হলো বলে উল্লেখ করা হয়।

এর আগে, গত ২৭ ডিসেম্বর সৈয়দ আহম্মদ গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির অর্থ ও হিসাব পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান। ১৫ দিনের মধ্যে তাকে ওই পদে যোগদানের সময় দেয়া হয়। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরিকল্পনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক পদে নিয়োগ পাওয়ায় এখানেই থাকবেন বলে জানান সৈয়দ আহম্মদ।

তিনি বলেন, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটিতে অর্থ পরিচালক পদে যোগদান করার জন্য আমাকে ১৫ দিনের সময় দেয়া হয়। এরমধ্যেই জবিতে পরিকল্পনা দপ্তরের পরিচালকের দায়িত্ব দেয়া হলো। এখানে এতো বছর ধরে কাজ করছি। এ বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আমি এখানেই কাজ করতে চাই। এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চাই।

প্রসঙ্গত, সৈয়দ আহমদ তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরে ৩০ বছর ধরে কাজ করছেন। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরে ২ বছরের জন্য নিয়োজিত ছিলেন।

জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর পোস্ট, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরের ঘটনার রেশ ধরে ঢাবিতে বিএনপির শীর্ষ নেতার নামে স্লো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্ণফুলীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬