অনলাইন ক্লাস থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের

বরিশাল বিশ্ববিদ্যালয়
বরিশাল বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

প্রতি সপ্তাহে একদিন মঙ্গলবার অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরিবর্তন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়। আগামী ১৬ জানুয়ারি থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবারের একাডেমিক কার্যক্রম অন্যান্য দিনের মত সশরীরে অনুষ্ঠিত হবে। বুধবার (৩ জানুয়ারি) বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিষয়টিকে ইতিবাচকভাবে নিয়েছেন শিক্ষার্থীরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জানানো যাচ্ছে যে, ৪৩তম একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৬ জানুয়ারি ২০২৪ তারিখ থেকে অন্যান্য দিনের মত মঙ্গলবারও স্বশরীরে বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম চলমান থাকবে।”

আরও পড়ুন: বেআইনি কাজে শীর্ষে আইনের শিক্ষার্থীরা

উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই একবিজ্ঞপ্তিতে ০১ আগষ্টের পর থেকে প্রতি মঙ্গলবার সকল একাডেমিক কার্যক্রম অনলাইনে পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়। এরপর থেকে অনলাইনেই একাডেমিক কার্যক্রম পরিচালিত হয়ে এসেছে।


সর্বশেষ সংবাদ