নজরুল বিশ্ববিদ্যালয়ে বিজনেস ক্লাবের নতুন কমিটি গঠন
- নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৩, ১২:২৩ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সিয়াম হোসেন এবং ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মো. রাফিউল হোসেন খান সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। আগামী ১ বছরের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) সংগঠনের নেতৃবৃন্দ ১০ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটি ঘোষণা করেন। শিক্ষার্থীদের মধ্যে ব্যবসায়ী মনোভাব তৈরি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ২০২৩ সালের ২১ জুন ক্লাবটি যাত্রা শুরু করে।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মুহম্মদ জুনাইদ আলম চয়ন, সিনিয়র সহ-সভাপতি অদ্রিতা ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল আফছার, সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল নাইম লামমিম, সাংগঠনিক সম্পাদক (ইন্টার্নাল) জিএম সাইফ সাফায়েত খান, সাংগঠনিক সম্পাদক (এক্সটার্নাল) শাকিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক (ক্রিয়েটিভ) হাসিবুল হাসান শান্ত এবং কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন।
নবনির্বাচিত সভাপতি সিয়াম হোসেন বলেন, প্রতিষ্ঠাকালীন সময় থেকেই বিজনেস ক্লাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যবসায়ের বিষয়ে আগ্রহ সৃষ্টিতে কাজ করছে। তারই ধারাবাহিকতায় আমাদের নতুন কমিটিও পূর্বের সাফল্যকে ধারণ করে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। ইতোমধ্যে আমরা একটি ব্যবসা বিষয়ক ম্যাগাজিন প্রকাশের উদ্যোগ নিয়েছি। এছাড়াও আগামীতে বিজনেস ফেস্ট আয়োজনের চিন্তাভাবনা রয়েছে।
সাধারণ সম্পাদক রাফিউল হোসেন খান বলেন, বিজনেস ক্লাব বরাবরই আমার কাছে একটি ভালোবাসার জায়গা। সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আগামী এক বছরে শিক্ষার্থীদের বিজনেস মাইন্ডসেট তৈরিতে আমরা কাজ করব। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক কাজও করতে চাই।