জবির নিজস্ব ভর্তি পরীক্ষা চান শিক্ষকরা, যা বলছে কর্তৃপক্ষ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা এবারও নিজস্ব পদ্ধতিতে নেওয়ার পক্ষে শিক্ষক সমিতি। গত বছরের অবস্থানেই এখনো অনড় তারা। তবে এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষক সমিতির নির্বাচনের পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানা গেছে।

জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা আমাদের আগের অবস্থানেই আছি। আমরা চাই, নিজস্ব পদ্ধতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হোক। নির্বাচনের পর নতুন কমিটি এ বিষয়ে তাদের সিদ্ধান্ত জানাবে।'

জানা গেছে, আগামী ১৯ ডিসেম্বর (মঙ্গলবার) জবি শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। গত সোমবার (১১ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ ছগীর হোসেন খন্দকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ৪ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

আরো পড়ুন: ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ৫ বিশ্ববিদ্যালয়ের, অন্যগুলোর কবে?

ভর্তি পরীক্ষার বিষয়ে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ভর্তি পরীক্ষার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ বিষয়ে কোনও চিঠিও পাইনি। আমি অল্প কিছুদিন দায়িত্ব নিয়েছি। শিক্ষকদের দাবির বিষয়ে জানি না। শিক্ষক সমিতির নির্বাচনের পর এ বিষয়ে আলোচনা হবে।’

এদিকে দেশের বিরাজমান পরিস্থিতি বিবেচনায় নির্বাচন বর্জন করেছেন বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মো. রইছউদ্দীন বলেছেন, দেশের বিরাজমান পরিস্থিতি বিবেচনায় তারা নির্বাচনে যেতে পারছেন না।


সর্বশেষ সংবাদ