অংশীজনদের নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে শুদ্ধাচার সভা

১২ ডিসেম্বর ২০২৩, ১০:৩১ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
অনুষ্ঠানে অতিথিবৃন্দ

অনুষ্ঠানে অতিথিবৃন্দ © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শুদ্ধাচার সংক্রান্ত কর্ম পরিকল্পনার বিষয়ে অংশীজনের অংশগ্রহণে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) শুদ্ধাচার কমিটির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. সাহাবউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক প্রণীত বার্ষিক কর্মপরিকল্পনা (এপিএ) র‍্যাংকিংয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অবস্থান ধরে রেখে সেটিকে আরও সামনের দিকে এগিয়ে নিতে হবে। এজন্য যার যার দায়িত্ব থেকে সঠিকভাবে কাজ করতে হবে। তবেই আমরা র‍্যাংকিংয়ে আমাদের অবস্থান ধরে রাখতে পারবো।

সভায় উপস্থিত অংশীজনদের উদ্দেশ্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্বে যারা যুক্ত তাদের কিন্তু দায়িত্বশীলতা অনেক বেশি। আপনার ভাবতে হবে এটি আপনাদের রিজিক, আপনার পেশা। আপনি পেশার প্রতি অনুগত থাকবেন নাকি ব্যক্তিগত সম্পর্ককে গুরুত্ব দিবেন সেটি আপনাকে নির্ধারণ করতে হবে। ইউজিসি যে বার্ষিক কর্মপরিকল্পনা দেয় সেটি বাস্তবায়নে সকলকে আরও বেশি দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ হওয়া উচিত।

এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান ও স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। সভায় সূচনা বক্তব্য ও সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক (অডিট) রাধেশ্যাম।

এসইউবিতে ‘এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী উৎসব ২০২৫’: নতুন স্বপ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
ইউজিসির পিএইচডি স্কলারশিপে মনোনীত হয়েছেন নজরুল বিশ্ববিদ্যাল…
  • ৩১ জানুয়ারি ২০২৬
রাজু ভাস্কর্যে শিবিরের ‘হ্যাঁ’ ভোটের বিলবোর্ড, গভীর রাতে স…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ৩১ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নত…
  • ৩১ জানুয়ারি ২০২৬