তিতুমীর কলেজ ছাত্রলীগের পাঁচ নেতা বহিষ্কার
- তিতুমীর কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৩, ০৪:১৭ PM , আপডেট: ২৯ নভেম্বর ২০২৩, ০৪:২০ PM
শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের পাচঁ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে কলেজ ছাত্রলীগ। মঙ্গলবার (২৯ নভেম্বর) কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সাময়িক বহিষ্কৃত পাচঁজন ছাত্রলীগ নেতা হলেন- শাখা ছাত্রলীগের সজীব রানা জয়, সামিউল ইসলাম সামি, মো. নাঈম মিঝি, সাব্বির হোসেন রাহুল ও মোসাদ্দেক হোসেন। তারা সবাই সহ-সম্পাদক পদের দায়িত্বে ছিলেন।
শাখা ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা আগামী ৩ (তিন) কার্যদিবসের মধ্যে সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের দপ্তর সেলে এসে সে বিষয়ে কারণ দর্শানোর জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
জানতে চাইলে শাখা ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, বহিস্কৃতরা সংগঠনের সিনিয়রদের সাথে অসৌজন্যমূলক আচরন করেছেন; যেটা সংগঠন পরিপন্থি। সাময়িক বহিষ্কারের বিষয়ে আগামী তিন দিনের মধ্যে তারা যদি সঠিক কারণ জানাতে না পারেন, তাহলে তাদের স্থায়ী বহিষ্কারা করা হবে।