জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ভিসির দোয়া মাহফিল রেখে খোশগল্পে মাতলেন শিক্ষক সমিতির নেতারা

১৫ নভেম্বর ২০২৩, ০৫:১০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৮ PM
প্রয়াত উপাচার্য ইমদাদুল হক স্মরণে দোয়া মাহফিল

প্রয়াত উপাচার্য ইমদাদুল হক স্মরণে দোয়া মাহফিল © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সদ্য প্রয়াত উপাচার্যের (ভিসি) স্মরণে দোয়া মাহফিল চলাকালে সাংবাদিক ও অন্যান্যদের নিয়ে আড্ডা ও খাওয়া-দাওয়া করার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতাদের বিরুদ্ধে। বুধবার (১৫ নভেম্বর) দুপরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আয়োজনে শোকসভা ও মসজিদে দোয়া-মাহফিল চলাকালীন সময়ে শিক্ষক লাউঞ্জে আমোদ-প্রমোদের এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ে একাধিক শিক্ষক। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রয়াত উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের স্মরণে কেন্দ্রীয় মিলনায়তনে শোকসভা ও কেন্দ্রীয় মসজিদে সকাল থেকেই পবিত্র কোরআন খতম এবং বাদ জোহর বাদ দোয়া-মাহফিলের আয়োজন করা হয়। তবে মসজিদে দোয়া-মাহফিল বাদ দিয়ে ক্যাম্পাসে কর্মরত বিভিন্ন সাংবাদিকদের নিয়ে খাওয়া-দাওয়া এবং খোশগল্পের আয়োজন করেন শিক্ষক সমিতির নেতারা। 

নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের এক জ্যেষ্ঠ শিক্ষক বলেন, উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের মৃত্যুতে এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমেদের চলতি মাসের (২৬ নভেম্বর) মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের দুটি গুরুত্বপূর্ণ পদের জন্য বিভিন্নভাবে উঠে পড়ে লেগেছে শিক্ষক সমিতির নেতারা। এরই জন্য নিজেদের অনুগত কিছু সাংবাদিক ও অন্যান্যদের নিয়ে প্রায়ই এমন অনাকাঙ্ক্ষিত আচরণ করে যাচ্ছে।

অভিযোগ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, আমাদের সংবাদ সম্মেলন করার কথা ছিলো কিন্তু পরবর্তীতে আমরা সেটা স্থগিত করি। যেহেতু আমাদের সংবাদ সম্মেলনের জন্য খাবার অর্ডার দেওয়া ছিলো তাই সেগুলো সাংবাদিকদের দিয়েছিলাম। আমাদের শিক্ষকরা কেউ খায়নি।

এ বিষয়ে জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ.কে.এম লুৎফর রহমানকে একাধিকবার ফোন দেওয়া হলেও তার সাড়া পাওয়া যায়নি।

ট্যাগ: জবি জবি
জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর পোস্ট, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরের ঘটনার রেশ ধরে ঢাবিতে বিএনপির শীর্ষ নেতার নামে স্লো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্ণফুলীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬