দেশব্যাপী রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

০১ নভেম্বর ২০২৩, ১১:২৭ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:২১ PM
রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন © সংগৃহীত

দেশব্যাপী নৈরাজ্য ও রাজনীতির নামে সহিংসতার প্রতিবাদ এবং সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু নীলদল।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাস্কর্যের পাদদেশে বঙ্গবন্ধু নীলদলের শিক্ষকদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচনের দাবিতে সংহতি জানিয়ে বক্তব্য প্রদান করেন তারা।

মানববন্ধনে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান রেজুয়ান আহমেদ শুভ্রর সঞ্চালনায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু নীল দলের সভাপতি অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান, শিক্ষক সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং অন্য শিক্ষকরা।

বঙ্গবন্ধু নীলদলের সভাপতি অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের অদম্য অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে দেশি-বিদেশী যে ষড়যন্ত্র চলমান রয়েছে, তা রুখে দিতে সকল স্বাধীনতাকামী মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। তাই এমন ঘৃণ্য অপকর্মের প্রতি বাংলাদেশের আপামর জনসাধারণকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই।

আরও পড়ুন: ইবিতে চলতি সেশনে ভর্তি হয়নি কোনো বিদেশি শিক্ষার্থী

মানববন্ধনে বক্তারা সহিংসতায় নিহত দুই পুলিশ সদস্যের আত্মার শান্তিকামনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমকর্মীদের হত্যার উদ্দেশ্যে হামলার নিন্দা জানান। সেইসাথে দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সহিংসতার পথ পরিহার এবং সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকল রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান।

এসইউবিতে ‘এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী উৎসব ২০২৫’: নতুন স্বপ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
ইউজিসির পিএইচডি স্কলারশিপে মনোনীত হয়েছেন নজরুল বিশ্ববিদ্যাল…
  • ৩১ জানুয়ারি ২০২৬
রাজু ভাস্কর্যে শিবিরের ‘হ্যাঁ’ ভোটের বিলবোর্ড, গভীর রাতে স…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ৩১ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নত…
  • ৩১ জানুয়ারি ২০২৬