নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করে

ইবিতে দুই ছাত্রলীগ কর্মীর হাতাহাতি

০৯ আগস্ট ২০১৮, ১১:০৩ AM
ইবিতে দুই ছাত্রলীগ কর্মীর মধ্যে হাতাহাতি

ইবিতে দুই ছাত্রলীগ কর্মীর মধ্যে হাতাহাতি © টিডিসি ফটো

নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুই ছাত্রলীগ কর্মীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।  বুধবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া হল মোড়ে এ ঘটনা ঘটে।  পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের মধ্যস্থতায় বিষয়টির মীমাংসা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী মীরানের সাথে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের আদর বিশ্বাসের সাথে কথা কাটাকাটি হয়।  এ সময় উভয়ের মাঝে বেশ কিছুক্ষণ উত্তপ্ত বাক্য বিনিময় হয়।  এক পর্যায়ে উভয়ের মাঝে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।  মীরান ও আদর উভয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের কর্মী বলে জানা যায়।

পরে আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী রিজওয়ানুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তাদের সাথে কথা বলতে গেলে আদর রেজওয়ানের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে।  এসময় রিজওয়ান আদরকে থাপ্পড় দিলে আদর রিজওয়ানের উপর ক্ষিপ্ত হয়ে ঘটনাস্থল ত্যাগ করে।  পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম সেখানে উপস্থিত হয়ে বিষয়টি মীমাংসা করে দেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘উভয়ের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল।  আমি তাদের দুজনকে ডেকে তাৎক্ষণিক মীমাংসা করে দিয়েছি।’

 

 

কাল থেকে ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
২৮শ’ কোটির প্রকল্প-ডাকসু সচলসহ ৪১ উল্লেখযোগ্য কার্যক্রম প্র…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬