ইবিতে নিয়োগ বাণিজ্যের অডিও ক্লিপ ফাঁস, তদন্ত কমিটি

১৫ জুলাই ২০১৮, ০৬:৫৯ PM

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিয়োগ বাণিজ্যের অডিও ক্লিপ ফাঁস হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। রবিবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ১২ জুলাই অনুষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে শিক্ষক নিয়োগ বোর্ডের প্রার্থী ফারজানা আক্তার এবং শাহরিয়ার আল মামুনের সাথে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বাকি বিল্লাহ ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদের মধ্যকার সংলাপের অডিও ফাঁসের অভিযোগ তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী ইনফরমেশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমানকে আহবায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধাপক ড. রেজওয়ানুল ইসলাম ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম। কমিটিকে আগামী পনের কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, শনিবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে মোট চারটি অডিও ক্লিপ ফাঁস হয়।  ফাঁস হওয়া অডিও ক্লিপগুলোতে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বাকি বিল্লাহ বিকুল ও ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ এক প্রার্থী এবং তার স্বামীর সাথে ইতিহাস বিভাগের নিয়োগ নিয়ে কথা বলেন।

অডিও ক্লিপ সুত্রে, ড. বাকি বিল্লাহ ও ড. শাহাদাৎ আজাদ ফারজানা আক্তার নামের ওই প্রার্থীর সাথে ২০ লক্ষ টাকার বিনিময়ে ইতিহাস বিভাগে চাকরি প্রদানের চুক্তি করেন।  চুক্তি অনুযায়ী ফারজানা ১০ লক্ষ টাকা নগদ ও ১০ লক্ষ টাকার চেক ড. বিকুল ও ড. আজাদকে প্রদান করেন।  কিন্তু নির্বাচনী বোর্ড শেষে ফারজানার অবস্থান ১৫ তম জানতে পেরে সে বুঝতে পারে যে, তার চাকরি হবে না।  তাই সে ড. বাকি বিল্লাহ এবং ড. আজাদের সাথে পুনরায় কথা বলেন।  এসময় ড. আজাদ ও ড. বাকি বিল্লাহ নিয়োগ না দিতে পারার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে টাকা ফেরত নিতে বলেন। তবে ফারজানা নামের ওই প্রার্থী টাকা ফেরত না নিয়ে বিনিময়ে বিনিময়ে চাকরি চান।  এসময় ড. আজাদ ইতিহাস বিভাগে খুব শীঘ্রই শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে তাকে আশ্বস্ত করেন।  পাশাপাশি বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ার ১৫ দিনের মাথায় তার সাথে যোগাযোগ করারও কথা বলেন।

জামায়াত নেতা হত্যায় মামলা, প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬