সাত কলেজে ভর্তির বিষয় ও কলেজ পছন্দ শুরু কাল

সাত কলেজে ভর্তির বিষয় ও কলেজ পছন্দ শুরু কাল
সাত কলেজে ভর্তির বিষয় ও কলেজ পছন্দ শুরু কাল  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান এবং বাণিজ্য ইউনিটে ভর্তির জন্য কলেজ ও বিষয় পছন্দের আবেদন আগামীকাল মঙ্গলবার (১০ জুলাই) শুরু হবে।

২০২২-২০২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা যেসব শিক্ষার্থীরা পাশ করেছেন তারা আগামীকাল ১১ জুলাই থেকে ২৪ জুলাই বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে কলেজ ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে পারবেন। 

ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর অধ্যাপক ড. জিয়া রহমান জানান, এই ইউনিটে ৯,৯৭৯ টি আসনে ভর্তি হওয়ার জন্যে ২৬,৭৬৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১৯,৪৮৯ জন উত্তীর্ণ হয়েছেন। 

তিনি বলেন, ভর্তিচ্ছু উত্তীর্ণ সকল প্রার্থীকে আগামী ১১ থেকে ২৪ জুলাই  তারিখের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে গিয়ে বিস্তারিত তথ্য প্রদান ও বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে এবংপূরণ করা ফরম প্রিন্ট করে নিজের কাছে রেখে দিতে হবে। ঐ সময়ের মধ্যে বিষয় পছন্দক্রম ফরম পূরণ না করলে কোন প্রার্থীকে বিষয়-মনোনয়ন দেওয়া যাবে না।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা ইউনিটে কোটায় ভর্তি–ইচ্ছুকদের সাক্ষাৎকার আজ

এছাড়াও ভর্তি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফলাফল আগামী ১৩ জুলাই বিকাল ৩:০০ টায় https://collegeadmission.eis.du.ac.bd ওয়েব সাইটে লগইন করে জানা যাবে বলেও জানান তিনি। 

ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে , সাত কলেজের তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য এবছর আবেদন জমা পড়েছিলো ১ লাখ ১ হাজার ২৯ টি। এর মধ্যে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে ৩৮ হাজার ৪৯৫ জন, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ ৩৭ হাজার ২৮২ জন এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে  ২৫ হাজার ২৫২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছিলেন।


সর্বশেষ সংবাদ