বাকৃবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

০৬ জুন ২০২৩, ১১:৪৭ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
প্রশাসনিক ভবনের সামনে বৃক্ষরোপণ করেন উপাচার্য অধ্যপক ড. মো. আব্দুল আউয়াল

প্রশাসনিক ভবনের সামনে বৃক্ষরোপণ করেন উপাচার্য অধ্যপক ড. মো. আব্দুল আউয়াল © টিডিসি ফটো

"সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। বাকৃবির পরিবেশ বিজ্ঞান বিভাগের আয়োজনে দিবসটি পালিত হয়।

সোমবার (৫ জুন) সকালে র‌্যালির মাধ্যমে দিবসটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল আউয়াল। 

র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে লাইব্রেরির সামনের রাস্তা প্রদক্ষিণ শেষে একই স্থানে এস শেষ হয়। পরে প্রশাসনিক ভবনের সামনে বৃক্ষরোপণ করা হয়।

র‌্যালি ও বৃক্ষরোপন অনুষ্ঠানে পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবদুল বাতেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাকৃবির উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান, রেজিস্ট্রার মো. অলিউল্লাহ, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আসলাম আলী, এগ্রিমেটিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. এ.বি.এম. আরিফ হাসান খান রবিন , অধ্যাপক ড. মো. বদিউজ্জামান খানসহ ওই বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীবৃন্দ। 

এসময় উপাচার্য ড. মো. আব্দুল আউয়াল বলেন, প্লাস্টিক দূষণ প্রতিরোধে সঠিক ব্যবস্থাপনা প্রয়োজন। সকলের সুস্বাস্থ্য গড়ে তুলতে প্লাস্টিক জাতীয় পণ্য যতটা সম্ভব বর্জন করতে হবে। মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে আমরা নিজেরা প্লাস্টিক বর্জন করব এবং অন্যদেরকেও এ ব্যাপারে উৎসাহিত করব।

আজ ৫০তম বিসিএসের প্রিলি, শুরু হচ্ছে ‘এক বিসিএস, এক বছর’-এর …
  • ৩০ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতাকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ১১ দলের প্রার্থী!
  • ৩০ জানুয়ারি ২০২৬
নিখোঁজের ৩ দিন পর সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি লাশ উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬
আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াত প্রার্থী-বিএনপি নেতাদের শোকজ
  • ৩০ জানুয়ারি ২০২৬
ঘুম থেকে ওঠার সেরা সময় কোনটি?
  • ৩০ জানুয়ারি ২০২৬
অভিনয়ে বছরের প্রথম পুরস্কার পেলেন জয়া আহসান
  • ৩০ জানুয়ারি ২০২৬