ক্যান্সারে আক্রান্ত ববি শিক্ষার্থী হিরা বাঁচতে চায় 

০৫ জুন ২০২৩, ১০:০১ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
মো. হিরা

মো. হিরা © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী মো. হিরা ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না।

জানা জায়, গত ২৫ মে তার ব্লাড ক্যান্সার সনাক্ত হয়। দিনে দিনে তার অবস্থা খারাপ হচ্ছে। ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছে না। মাথা, গলা, বুক সবখানেই ব্যথা করে। এমনকি ঠিকভাবে এখন কথাও বলতে পারছে না। এমতাবস্থায় সকলের কাছে সহযোগিতা চেয়েছেন তিনি।

হিরা বলেন, ইসিজি, সিটি স্ক্যান, অনেক গুলো ব্লাড টেস্ট,  এফএসএসি এবং বায়োপসিসহ আরো ২ টা পরীক্ষা করে ধরা পরে ব্লাড ক্যান্সার। এখন পর্যন্ত অনেক ডাক্তারকে দেখিয়েছি। আমার রোগ খুজে বের করতেই অনেক গুলো টাকা চলে গেছে। এখনো বেশ কিছু টেস্ট করা বাকি আছে। তারপর শুরু হবে চিকিৎসা। অর্থের অভাবে এখনও শুরু করতে পারিনি। 

জানা গেছে, হিরার বাবা নেই। সংসারে তার মা এবং আর ছোট রয়েছে। পরিবারে উপর্জনের কেউ নেই। এ অবস্থায় তার পরিবারে পক্ষে চিকিৎসার এতো খরচ বহন করা সম্ভব হবে না। 

হিরা বর্তমানে ঢাকা মেডিকেল লেজের হেমাটোলজি বিভাগে ভর্তি আছেন। অর্থের অভাবে সঠিক চিকিৎসা করাতে পারছে না তার পরিবার। এ অবস্থায় তাকে বাঁচাতে সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন তিনি।

আর্থিক সহযোগিতার জন্য যোগাযোগ

01648464284 (বিকাশ)
01930606461 ( রকেট)
01762649764 ( নগদ)

ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ীর মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
মামুনুলের শক্তি মোহাম্মদপুরের প্রভাব-প্রতিপত্তি,  ববির আছে …
  • ৩১ জানুয়ারি ২০২৬
সোনার দাম ফের বাড়ল, এবার কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
এনএসইউ ইয়েস ক্লাবের ‘এন্ট্রেপ্রেট সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাংককে নিজের মনে করলে সেবার মান বহুগুণ বাড়বে: ইসলামী ব্যা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপের বদলে আড়াই কোটি টাকার অদম্য কাপ টুর্নামেন্টের ঘোষ…
  • ৩১ জানুয়ারি ২০২৬