ববিতে ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯২%

  © ফাইল ছবি

আঞ্চলিক কেন্দ্র হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রে (ববি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) ‌‌‘ক’ ইউনিটের বিজ্ঞান  শাখার ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। উপস্থিতির হার ছিলো ৯২.০৩ শতাংশ। ২৫৭১ জনের মধ্যে উপস্থিত ছিল ২৩৬৭ জন এবং উপস্থিতির হার ছিলো ৯২.০৩ শতাংশ। অনুপস্থিত ছিল ২০৫ জন।

শুক্রবার (১২ মে) বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেন। পরীক্ষা চলাকালীন সময়ে  বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। এসময় তিনি শিক্ষার্থীদের খোঁজও খবর নেন। 

পরীক্ষা শেষে ভর্তিচ্ছু এক পরীক্ষার্থী বলেন, আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পেরেছি। কোনও রকম সমস্যা হয়নি। বিড়ম্বনা দূর করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন উদ্যোগকে আমাদের মুগ্ধ করেছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম জানান, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সকল নিরাপত্তা নিশ্চিত করে সম্পন্ন করতে পেরেছে। কোনও ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৩ সেশনে  ‘ক’ ইউনিটে (বিজ্ঞান অনুষদ) মোট আসন রয়েছে ১ হাজার ৮৫১ টি। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence