হরিণাকু্ন্ডু উপজেলা সমিতির নতুন সভাপতি ড. এম এ মজিদ, সম্পাদক নাসির উদ্দীন

৩১ জানুয়ারি ২০২৬, ০৭:২০ PM , আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬, ০৭:২১ PM
সভাপতি ও সাধারণ সম্পাদক

সভাপতি ও সাধারণ সম্পাদক © ফাইল ছবি

ঝিনাইদহের হরিণাকু্ন্ডু উপজেলাধীন ঢাকায় বসবাসরতদের সংগঠন ‘হরিণাকু্ন্ডু উপজেলা সমিতি-ঢাকা’র নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। আর নতুন সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন রাজধানীর মিরপুর ‘মডেল একাডেমি’র অভিভাবক সদস্য, নিশান গ্রুপের চেয়ারম্যান ও সমাজসেবক মো. নাসির উদ্দীন।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর অদূরে সাভারের হেমায়েতপুরের লাজপল্লীতে সংগঠনের বার্ষিক সাধারণ সভা, প্রীতি সম্মিলনী ও সম্মাননা অনুষ্ঠানে নতুন এই কমিটি ঘোষণা করা হয়। আগামী দুই বছরের জন্য ৪১ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটি ঘোষণা করেন সংগঠনটির নির্বাচন পরিচালনা কমিটি।

অনুষ্ঠানে হরিনাকুন্ডুর কৃতী সন্তান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। 

প্রায় ছয় শতাধিক হরিনাকুন্ডুবাসীর উপস্থিতিতে মিলনমেলায় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। ঢাকাস্থ হরিনাকুন্ডুর বিভিন্ন পেশাজীবীদের পাশাপাশি ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি বিভিন্ন সেশনে অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ব্যবসায় প্রশাসন অনুষদের ল্যাংগুয়েজ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের অধ্যাপক ড. মো. জিল্লুর রহমানের স্মরণে শোক প্রস্তাবনায় এক মিনিট নিরবতা পালন করা হয় এবং তার জীবনীর উপর বক্তব্য রাখেন মো. নাসির উদ্দীন।

সকালের সেশনে বিগত সাংগঠনিক কমিটির দাপ্তরিক, আর্থিক রিপোর্ট পেশ, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে সংগঠনের প্রয়োজনীয় প্রস্তাব পেশ ও অনুমোদন এবং সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়। 

পরে বিকালের সেশনে সংগঠনটি পরিচালনার জন্য সংগঠনটির সংবিধান মোতাবেক আগামী ২ বছরের জন্য নতুন কমিটি ঘোষিত হয়।

অনুষ্ঠানটি প্রাণবন্ত করতে অংশগ্রহনকারীদের মধ্যে বিভিন্ন ধরনের অংশগ্রহণমূলক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্বে শিল্পী শাহাঙ্গীর ও ঐশ্বর্য মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন। এছাড়া শেষ র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।

পদ্মায় গোসলে নেমে নিখোঁজ মেরিনের শিক্ষার্থী
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উপহার পেলেন মির্জা ফখরুল
  • ৩১ জানুয়ারি ২০২৬
রোববার ইশতেহার ঘোষণা করছে না জামায়াত, জানা গেল নতুন তারিখ
  • ৩১ জানুয়ারি ২০২৬
কোনো কোনো মহল নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে
  • ৩১ জানুয়ারি ২০২৬
পে স্কেল কি হবে?
  • ৩১ জানুয়ারি ২০২৬
ইসির অনলাইন কার্ড আবেদনে কয়েক হাজার সাংবাদিকের তথ্য ফাঁস 
  • ৩১ জানুয়ারি ২০২৬