নতুন তিনটি বিভাগ পেল জবি, আসন ৬০টি

১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২০ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৯ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) চারুকলা বিভাগকে অনুষদ করে নতুন তিনটি বিভাগ চালুর অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। চারুকলার অধীনে ড্রইং এন্ড পেইন্টিং, প্রিন্ট মেকিং এবং ভাস্কর্য বিভাগের অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে এখন অনুষদের সংখ্যা দাঁড়িয়েছে সাতটিতে। আর মোট ৩৮টি বিভাগসহ দু'টি ইনস্টিটিউট রয়েছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত বিভাগ তিনটির অনুমোদনের বিষয়ে চিঠিতে বলা হয়েছে, শিক্ষা ও গবেষণা কার্যক্রম শুরুর  জন্য প্রয়োজনীয় ল্যাবরেটরিসহ বিষয়ভিত্তিক গুরুত্বকে অগ্রাধিকার দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের অনুমোদনক্রমে কারিকুলাম ও সিলেবাস প্রণয়ন করতে হবে।

চারুকলা অনুষদের অধীনে নতুন তিনটি বিভাগে প্রতি শিক্ষাবর্ষে মেধার ভিত্তিতে স্নাতক (সম্মান) পর্যায়ে ৬০ জন শিক্ষার্থী ভর্তি করা যাবে।একাডেমিক ও গবেষণার জন্য লাইব্রেরিতে বিষয়ভিত্তিক পর্যাপ্ত বই, জার্নাল ও মাল্টিমিডিয়াসহ আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইউজিসি অনুমোদিত শিক্ষক নিয়োগের ন্যূনতম যোগ্যতা নির্ধারণের নির্দেশিকা অনুসরণ করতে হবে।

পাঠদানের সুবিধার জন্য খণ্ডকালীন শিক্ষকও নিয়োগ দেওয়া যাবে। তবে ইউজিসির চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ নীতিমালা অনুসরণ করার জন্য বলা হয়েছে। গবেষণা, এক্সপেরিমেন্টাল শিল্পচর্চার প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধিরও উদ্যোগ নিতে বলেছে ইউজিসি।

 এ বিষয়ে জবির উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, চারুকলা বিভাগে তিনটি বিষয়ে আলাদা করে ডিগ্রি নিতে হচ্ছিল। স্বতন্ত্র তিনটি বিভাগের জন্য চেষ্টা চলছিল। এখন থেকে চারুকলা অনুষদ হবে। এর অধীন তিনটি বিভাগ আলাদাভাবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবে। বেশি ছাত্র পড়তে পারবে, পেশাগতভাবে দক্ষ হতে পারবে। চাকরির বাজারে সুযোগ পাবে বলেও জানান তিনি।

রাজশাহীকে হতাশায় ডুবিয়ে ফাইনালে চট্টগ্রাম রয়্যালস
  • ২০ জানুয়ারি ২০২৬
এনসিপির সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের বৈঠক
  • ২০ জানুয়ারি ২০২৬
র‌্যাম্পে হাঁটল পোষা প্রাণী—ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন উদ্যোগ …
  • ২০ জানুয়ারি ২০২৬
চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা এনসিপি’র, জায়গা পেলেন যারা
  • ২০ জানুয়ারি ২০২৬
১২ তারিখে ভোট হবে কিনা, এ নিয়ে গুজব ছড়াচ্ছে একটি চক্র: তথ্য…
  • ২০ জানুয়ারি ২০২৬
এবার এনসিপি নেতার আসনের জামায়াত প্রার্থী ‘অবরুদ্ধ’, প্রত্যা…
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9