খেলোয়াড় কোটায় কাগজপত্রসহ আবেদন আহবান ইবির
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩, ০৯:২৭ AM , আপডেট: ১১ জানুয়ারি ২০২৩, ০৯:২৭ AM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী খেলোয়াড় কোটায় আবেদনকৃত শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র জমাদানের আহবান জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিএসটি পদ্ধতিতে যারা ন্যূনতম ৩০ নম্বর পেয়ে খেলোয়াড় কোটায় আবেদন করেছে তাদের জাতীয় দল, যেকোন বয়স ভিত্তিক জাতীয় দল ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান হতে পাশ করেছে ওই সব শিক্ষার্থী সনদপত্রের ফটোকপিসহ শারীরিক শিক্ষা বিভাগে আবেদনের করবে।
আগামী ১৫ থেকে ২৫ জানুয়ারির মধ্যে আবেদন করতে বলা হয়েছে। এ মর্মে বিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।