বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশের কাছাকাছি দাঁড়িয়ে আছি: ইবি উপাচার্য

১৬ ডিসেম্বর ২০২২, ০৮:০২ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪১ PM
বিজয় দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সকালে মুক্তবাংলায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন

বিজয় দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সকালে মুক্তবাংলায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ভাঙা গড়ার মধ্য দিয়ে আমরা ৫১ বছর পার করেছি। বাংলাদেশের জনগণ, তরুণ প্রজন্ম, শিক্ষক-শিক্ষার্থীসহ সকল পেশাজীবী মানুষের চোখে একটি স্বপ্নের আভা বিরাজ করছে।  সেই আভাকে উজ্জ্বল করার জন্য সকলে মিলে এগিয়ে যাব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন তার অনকেটা কাছাকাছি চলে এসেছি।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সকালে মুক্তবাংলায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। 

আরও পড়ুন: পড়াশোনার বিকল্প কিছুই নেই, ফেসবুক ব্যবহার কমাতে হবে

এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রী, প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন আবাসিক হল ও বিভিন্ন বিভাগসমূহ মুক্তবাংলায় পাদদেশে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। পরে সেখানে এক মিনিট নিরাবতা পালন এবং স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এরপর ভলিবল খেলা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের  শিক্ষক সমিতি ও কর্মকর্তা সমিতির ভলি খেলাায় জয়ী হয়েছে কর্মকর্তা সমিতি। খেলা শেষে পুরস্কারে বিতরণ করা হয়।

সংসার থাকা মা-বোনরাই পাবে ফ্যামিলি কার্ড: তারেক রহমান
  • ২৬ জানুয়ারি ২০২৬
অবহেলা নয়, আধুনিক হবে পুরান ঢাকা: জামায়াত নেতা ড. মান্নান
  • ২৬ জানুয়ারি ২০২৬
দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
  • ২৬ জানুয়ারি ২০২৬
ঢাবির বিজ্ঞান ইউনিটের ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু কাল, গুণ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
আজীবন মানুষের জন্য কাজ করে গেছেন অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
বিজ্ঞান শিক্ষায় ভর্তি ও গবেষণার গতি কমেছে: শিক্ষা উপদেষ্টা
  • ২৬ জানুয়ারি ২০২৬