‘বঙ্গবন্ধুর সৃজনশীল নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে’

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগ
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগ  © টিডিসি ফটো

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মহান বিজয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ কালে সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল বলেন, একটি স্বাধীন দেশের ইতিহাস রচিত হয়েছিল আজকের এইদিনে। বঙ্গবন্ধুর সৃজনশীল নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। এ বিজয় দেখেছে পুরো বিশ্ব। এ বিজয় আনতে যারা প্রাণ দিয়েছেন তাঁদের জানাই শ্রদ্ধা।

শুক্রবার(১৬ই ডিসেম্বর) সকালে ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সকল নেতৃত্ববৃন্দের উপস্থিতিতে পুষ্পস্তবক অর্পণ করে সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগ।

আরও পড়ুন: ছাত্রলীগের পদ পেতে ৫০ নম্বরের লিখিত পরীক্ষা, সময় ৩০ মিনিট

এ সময় উপস্থিত ছিলেন, তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ রিপন মিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়লসহ শাখা ছাত্রলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ। 

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ রিপন মিয়া বলেন, স্বাধীনতার ৫১ বছরে আজ মহান বিজয় দিবস। এই দিনে একটি দেশের বিজয়, একটি জাতির বিজয়, কোটি স্বপ্নের বিজয় হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামে বাঙালির যে বীর ও বীরত্বের গাথা অর্জন তা চিরস্মরণীয়।

তিনি আরও বলেন, বাংলাদেশকে স্বাধীন করতে যারা বুকের তাজা রক্ত দিয়েছে তাঁদের জানাই শ্রদ্ধা। এমন দিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করতে পেরে আমরা গর্বিত। 


সর্বশেষ সংবাদ