বিজয়ের বর্ণিল সাজে ইসলামী বিশ্ববিদ্যালয়

বর্ণিল সাজে সেজছে ইসলামী বিশ্ববিদ্যালয়
বর্ণিল সাজে সেজছে ইসলামী বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফটো

মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণিল সাজে সেজছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস। ভবনগুলো জুড়ে  লাল সবুজ ঝাড়বাতির আলোয় যেন ক্যাম্পাস সেজেছে নববধূর সাজে।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, প্রশাসনিক ভবন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলসহ সকল আবাসিক হল, ক্যাম্পাসের প্রধান ফটকে বিজয়ের লাল সবুজের আলোয় আলোকিত হয়েছে। লাল-সবুজ মানেই বাংলাদেশ। আলোকসজ্জা উপভোগ করতে অনেকেই ভীড় জমিয়েছেন ক্যাম্পাসে। স্মৃতি করে রাখতে কেউ সেলফি তুলছে আবার কেও ভিডিও করছেন।

আরও পড়ুন: চুয়েটের বাসে মাদক নিতে গিয়ে হাতেনাতে ধরা, বহিষ্কার ৪ শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরকে রাজু বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও বিজয় দিবসের মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আমরা। বিজয় দিবসকে কেন্দ্র করে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সেজেছে ঠিক যেন কায়ামানবী রূপে। তবে এবারের সাজ-গোজটা একটু বেশিই। বিজয়ের এই শুভলগ্নে বাংলার প্রিতিটি ঘরে ছড়িয়ে পড়ুক বিজয় আমেজ। তৎসঙ্গে স্বপ্নের সোনার বাংলার স্বপ্ন পরিণত হোক বাস্তবিক রূপে এটাই প্রত্যাশা।

দিবসটির উদযাপন উপলক্ষে আগামীকাল জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা, মুক্তবাংলায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া শিক্ষক, কর্মকর্তা, আন্তঃহল ভলিবল খেলা এবং বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।


সর্বশেষ সংবাদ