বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইবির নবনির্বাচিত শাপলা ফোরামের পুষ্পস্তবক অর্পণ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইবির নবনির্বাচিত শাপলা ফোরামের পুষ্পস্তবক অর্পণ
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইবির নবনির্বাচিত শাপলা ফোরামের পুষ্পস্তবক অর্পণ  © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের নবনির্বাচিত কমিটি। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে ফুলেল শুভেচ্ছা জানান তারা।

এসময় শাপলা ফোরামের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যাপক ড. শেলিনা নাসরীন, ড. এম. আনিছুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ ইব্রাহিম আব্দুল্লাহ।

আরও পড়ুন: অপরিকল্পিত উচ্চশিক্ষা: মেধা আর অর্থ দুটোরই অপচয়

এসময় আরও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ড. মিয়া মোঃ রাশিদুজ্জামান, অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আরফিন, ড. শাহেদ আহমেদ, অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, ড. মোঃ সাদেক আলী, জয়শ্রী সেন, অধ্যাপক ড. মোঃ রবিউল হোসেন, অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, ড. হোসাইন মোঃ ফারুকী ও অধ্যাপক ড. মোঃ আতিকুর রহমান প্রমুখ।

নবনির্বাচিত শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘সংখ্যাগরিষ্ঠাতাকে বিবেচনায় না নিয়ে নির্বাচিত ১৫ জনের মধ্যে পদবিন্যাস করা হয়েছে। সকলের সহযোগিতায় সংগঠনকে ঐক্যবদ্ধ রেখে আদর্শিক কর্মকাণ্ড এগিয়ে নিতে চাই।’

সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে সকলকে একসঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। এ জন্য সকলের সহযোগীতা কামনা করছি।

এর আগে, গত রবিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন সকাল সাড়ে ৯টায় ৪৫ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত ক্যাম্পাসস্থ শিক্ষক ক্লাবের ২য় তলায় (মমতাজ ভবন) বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ২৫২ জন শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ১৫ জন্য সদস্য নির্বাচিত হয়। ফোরামের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত সদস্যরা আলোচনা সাপেক্ষে সভাপতি-সম্পাদক ও অন্যান্য পদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছেন।


সর্বশেষ সংবাদ