সাংস্কৃতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করতে হবে: জবি ভিসি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক  © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক  বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে  উৎসাহিত করতে হবে। আজ বুধবার(৯ নভেম্বর) জবি আবৃত্তি সংসদের আয়োজনে চতুর্থবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ‘আবৃত্তি উৎসব ২০২২’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, আমরা সাধ্যমত চেষ্টা করছি যেন সকল সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমরা আরো এগিয়ে যেতে পারি। পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক সাংস্কৃতিক সংগঠন রয়েছে; করোনাকালীন সময়ে এগুলোর কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছিলো তবে এখন এগুলো যথারীতি চলছে বলেও জানান তিনি।

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সভাপতি মোহাম্মদ জহির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আনন্যামা নাসুহা নুহিন। আবৃত্তি উৎসবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি শিল্পীরা ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ধ্বনিসহ কয়েকটি সংগঠনের শিল্পীরা অংশ নেয়। 

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করুন ইউনিভার্সিটি অফ টুয়েন্টিতে

উৎসবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মহিউদ্দিন এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম-সম্পাদক আজাহারুল হক আজাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

এসময় জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি তারিক সুজাতকে কবি সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে জবি আবৃত্তি সংসদের সেরা সংগঠক, উদীয়মান আবৃত্তি শিল্পী, আন্তঃবিভাগ আবৃত্তি প্রতিযোগিতা, আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা এবং ১৪-১৬তম কর্মশালায় উত্তীর্ণদের  ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। 

উল্লেখ্য, অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যালামনাই এসোসিয়েশন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence