ইবিতে ছুটির দিনেও ভর্তি কার্যক্রম চলবে

০৭ নভেম্বর ২০২২, ১০:৫০ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৩ PM
ইবি ভর্তি কার্যক্রম

ইবি ভর্তি কার্যক্রম © সংগৃহীত

ফাতিহা-ই-ইয়াজদাহম উপলক্ষে সোমবার ও আগামী বৃহস্পতিবার ও শুক্রবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একাডেমিক ও দাফতরিক কার্যক্রম বন্ধ থাকলেও পূর্ব ঘোষণা অনুযায়ী ভর্তি সংক্রান্ত কার্যক্রম চলবে। একইসাথে শিডিউল অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের পরিবহন চলবে।

সোমবার (৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন ‘বি’ ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ড. মিয়া মো. রশিদুজ্জামান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইবির প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্তদের আগামী ৭ নভেম্বর দুপুর ১২টা থেকে ১১ নভেম্বরের মধ্যে গুচ্ছের ওয়েবসাইটে আবেদন সম্পন্ন করতে হবে। একইসঙ্গে ৭ থেকে ১২ নভেম্বরের মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে।

আরও পড়ুন: ঢাকায় বসছে এবারের প্রোগ্রামিংয়ের বিশ্বকাপ, উদ্বোধন মঙ্গলবার।

'বি' ইউনিট সমন্বয়ক প্রফেসর ড. মিয়া মো. রাসিদুজ্জামান জানান, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও ভর্তির ক্ষেত্রে কোনো বাঁধা হবে না। যেহেতু শিক্ষার্থীদের ইতোমধ্যে নোটিস করা হয়েছে তাই আমরা সেদিন ভর্তি কার্যক্রম অব্যাহত রাখবো।

এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রক্রিয়া গুচ্ছের ও স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

জাবিতে গণধিকার পরিষদের এমপি প্রার্থীর পূজা মণ্ডপ পরিদর্শন
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিএনপি অফিসের আলোকসজ্জার ছবি তোলায় জামায়াতের নির্বাচনী সভায়…
  • ২৪ জানুয়ারি ২০২৬
১০ টাকা কেজি চাল, ঘরে ঘরে চাকরি আর ফ্যামিলি কার্ডের মত প্রত…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভোট ইঞ্জিনিয়ারিং করে নির্বাচন বানচাল করলে জনগণ প্রতিহত করবে…
  • ২৪ জানুয়ারি ২০২৬
এনসিপির ১০ দিনের নির্বাচনী পদযাত্রা শুরু রবিবার
  • ২৪ জানুয়ারি ২০২৬
এনসিপির জেলা আহ্বায়ককে দল থেকে অব্যাহতি
  • ২৪ জানুয়ারি ২০২৬