ববিতে ফুটবল মাঠে উত্তেজনা, অবস্থান কর্মসূচি 

০২ নভেম্বর ২০২২, ০৩:৫৭ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৭ PM
ববিতে ফুটবল মাঠে উত্তেজনা

ববিতে ফুটবল মাঠে উত্তেজনা © টিডিসি ফটো

আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনার সৃষ্টি হয়েছে। 

বুধবার টুর্নামেন্টের ৩য় রাউন্ডে ইংরেজি বিভাগ বনাম লোকপ্রশাসন বিভাগের খেলাকে কেন্দ্র করে এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে লোকপ্রশাসন বিভাগ বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে অবস্থান কর্মসূচি পালন করে। 

জানা যায়, খেলার শুরুতে প্রথমার্ধে লোকপ্রশাসন বিভাগ ১-০ গোলে এগিয়ে ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে রেফারি ইংরেজি বিভাগের অফ সাইড ধরলে ইংরেজি বিভাগের খেলোয়াড়রা মাঠ ত্যাগ করেন। পরে কর্তৃপক্ষের তত্বাবধানে খেলায় ৯ মিনিট বাকী থাকতে দুই দল মাঠে নামলেও তাদের মধ্যে আবার উত্তেজনা তৈরি হয়।

লোকপ্রশাসন বিভাগের অধিনায়ক মো. রিপন শেখ বলেন, খেলার মাঠে রেফারির সিদ্ধান্ত না মেনে ইংরেজি বিভাগ মাঠ থেকে উঠে যায়। পরে রিভিউ নিলে তাতেও তারা প্রমাণ করতে পারেনি তারা সঠিক। পরে আবার খেলা শুরু হলে আমাদের খেলোয়াড় গোল দেয়া চেস্টা করলে তাদের গোলকিপারের গায়ে লাগলে গোলকিপার আমাদের খেলোয়াড়কে ধাক্কা দেয়। এসময়  দুই দলের খেয়োয়াড়রা আসলে উত্তেজনা তৈরি হয়। মাঠে উত্তেজনা ছড়িয়ে তারা চলে যায়। খেলার মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই পারে তাই বলে মাঠ ছেড়ে চলে যাবে আর প্রশাসন সেখানে চুপ থাকবে। প্রশাসনের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আন্দোলন চালিয়ে যাবো। আমরা মাঠের সিদ্ধান্ত মাঠেই চাই। 

ইংরেজি বিভাগের অধিনায়ক নাহিদ বলেন, আমরা দুইটা গোল দিয়েছি রেফারি দুটি গোলকেই অফসাইড ধরেছে। পরে আমরা রিভিউ নিলে ভিডিওতে কোনো স্পষ্ট প্রমান পাওয়া যায়নি। কিন্তু রেফারি এসে অন্য একটা রিভিউ দেখে হ্যান্ড বল বলে চালিয়ে দেন। পরে আমরা তা মেনে নিয়ে মাঠে নামি। কিন্তু ওদের প্লেয়ার এসে আমাদের গোলকিপারকে ধাক্কা দেয়। রেফারি এ নিয়ে কোনো সিদ্ধান্ত না দিলে আমরা মাঠ ত্যাগ করি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম  বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হওয়ার কারণে খেলা বন্ধ রাখা হয়েছে। পরবর্তীতে আজকের ম্যাচের সিন্ধান্ত ও খেলা শুরুর তারিখ জানিয়ে দেওয়া হবে।

মামুনুলের শক্তি মোহাম্মদপুরের প্রভাব-প্রতিপত্তি,  ববির আছে …
  • ৩১ জানুয়ারি ২০২৬
সোনার দাম ফের বাড়ল, এবার কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
এনএসইউ ইয়েস ক্লাবের ‘এন্ট্রেপ্রেট সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাংককে নিজের মনে করলে সেবার মান বহুগুণ বাড়বে: ইসলামী ব্যা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপের বদলে আড়াই কোটি টাকার অদম্য কাপ টুর্নামেন্টের ঘোষ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
 আইইউবিএটির স্প্রিং-২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরি…
  • ৩১ জানুয়ারি ২০২৬