কুবিতে আবেদন পড়েছে ১৭ হাজার, বেশি ‘এ’ ইউনিটে

২৩ অক্টোবর ২০২২, ০৮:৪৮ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৪৭ AM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটাে

২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ভর্তির জন্য প্রায় ১৭ হাজার ১৭৭ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। এ সংখ্যাটা রবিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ​আগামী ২৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন গ্রহণ চলবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তিনটি ইউনিটে ভর্তি আবেদন গ্রহণ করা হচ্ছে। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, সামাজিক বিজ্ঞান, কলা এবং মানবিক ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিট এবং ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে শিক্ষার্থী ভর্তি করা হবে।

এর আগে, গত ১৭ অক্টোবর থেকে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে সমন্বিত ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শুরু হয়। এ আবেদন চলবে ২৭ অক্টোবর পর্যন্ত। পরবর্তীতে আর বাড়ানো হবে না সময় বলে নিশ্চিত করেছেন পরীক্ষা কমিটি।

আরও পড়ুন: কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় আগ্রহ ইউজিসির, সম্মত নয় ঢাবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির প্রধান ড. মো. সাইফুর রহমান বলেন, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির ‘এ’ ইউনিটে সবোচ্চ সংখ্যক ভর্তিচ্ছু আবেদন করেছেন। এরপর রয়েছে ‘বি’ এবং সবশেষ ‘সি’ ইউনিট। সংখ্যার হিসেবে ‘এ’ ইউনিটে ৯ হাজার ৮৫১ জন, ‘বি’ ইউনিটে ৪ হাজার ১২ জন এবং ‘সি’ ইউনিটে ৩ হাজার ৩১৪ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।

ড. সাইফুর রহমান বলেন, আগামী ২৭ অক্টোবর পর্যন্ত আবেদন গ্রহণ চলবে। আশা করছি আবেদন বিশ হাজার ছাড়িয়ে যাবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ রয়েছে। এখানে অত্যাধুনিক ল্যাব, শিক্ষার আধুনিক সরঞ্জাম শিক্ষার্থীদের মুগ্ধ করে।

অফিসার নিয়োগ দেবে প্ল্যান ইন্টারন্যাশনাল, আবেদন শেষ ২১ জানু…
  • ১৫ জানুয়ারি ২০২৬
'জুলাই সনদ’ বাস্তবায়নে গণভোট: জনসচেতনতা তৈরিতে যুব ও ক্রীড়া…
  • ১৫ জানুয়ারি ২০২৬
জামায়াত জোটের সংবাদ সম্মেলন রাত ৮ টায়
  • ১৫ জানুয়ারি ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত স…
  • ১৫ জানুয়ারি ২০২৬
চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
  • ১৫ জানুয়ারি ২০২৬
সাত কলেজের অবরোধে আটকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, শিক্ষার্থী…
  • ১৫ জানুয়ারি ২০২৬