জিপিএ নম্বর রাখা না রাখা নিয়ে যা বললেন জবি ভিসি

অধ্যাপক ড. ইমদাদুল হক ও জবি
অধ্যাপক ড. ইমদাদুল হক ও জবি  © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তিতে এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ওপর নম্বর রাখা না রাখা নিয়ে দুইভাগে বিভক্ত হয়ে পড়েছেন শিক্ষার্থীরা। ভর্তিচ্ছুদের একটি অংশ বলছেন, এবার জবিতে ভর্তির ক্ষেত্রে জিপিএ নম্বর থাকছে না। অপর একটি পক্ষ এর বিরোধীতা করে বলছেন, গত শিক্ষাবর্ষের মতো এবারও জবিতে ভর্তির ক্ষেত্রে নূন্যতম জিপিএ নম্বর রাখা হবে।

শিক্ষার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া এই বিষয়টি নিয়ে রোববার (১৬ অক্টোবর) সকাল ৯টায় দ্যা ডেইলি ক্যাম্পাস কথা বলেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হকের সাথে। তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। আজ রোববার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

জিপিএ নম্বর রাখা না রাখার বিষয়ে অধ্যাপক ড. ইমদাদুল হক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা গত শিক্ষাবর্ষের ন্যায় এবারও এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ওপর ২০ নম্বর রাখার বিষয়ে প্রাথমিকভাবে ভেবেছি। এর আগে বিষয়টি নিয়ে আমরা একটি সভা করেছি। সেই সভায় জিপিএর ওপর নূন্যতম একটি নম্বর রাখার বিষয়ে সবাই মত দিয়েছেন।

জবি উপাচার্য আরও বলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে জিপিএর ওপর ২০ নম্বর রাখা হতে পারে। আজ এ বিষয়ে আমাদের একটি সভা রয়েছে। সভায় জিপিএ নম্বরসহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। আশা করছি এবারও জিপিএর ওপর নূন্যতম একটি নম্বর থাকবে। তবে সভা শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলা যাবে না।


সর্বশেষ সংবাদ