ভিসির বাংলোর সামনে ইবি ছাত্রদের অবস্থান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ অক্টোবর ২০২২, ১২:১৬ AM , আপডেট: ১৫ অক্টোবর ২০২২, ১২:১৬ AM
কুষ্টিয়ায় গাড়ির (ইসলামী মোটর) ধাক্কায় তাওহীদ তালুকদার নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় ফুটওভার ব্রিজ ও স্পিড ব্রেকারের দাবিতে ইবি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের বাংলোর সামনে অবস্থান করছেন শিক্ষার্থীরা। শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। তাওহীদ তালুকদার বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের (২০২০-২১) শিক্ষার্থী।
দুর্ঘটনার পর থেকে প্রায় ৩ ঘণ্টা ধরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থী। শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছে।
জানা গেছে, এ ঘটনার পর থেকে পৃথকভাবে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাংলোর সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। এসময় বিশ্ববিদ্যালয়ের সামনে অনতিবিলম্বে স্পিড ব্রেকার, ফুটওভার ব্রিজ নির্মাণ, যানবাহনের গতিবিধি নিয়ন্ত্রণসহ বেশ কিছু দাবি করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভ চলাকালে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিক আরাফাত ও সম্পাদক নাসিম আহমেদ জয় উপাচার্যের সঙ্গে আলোচনা করতে ভেতরে অবস্থান করছেন। বিক্ষোভ চলাকালে বাংলোর ফটকে ধাক্কাধাক্কি করেন শিক্ষার্থীরা। শেষখবর পাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি ও অবরোধ চলছে।
এ বিষয়ে ইবির প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন জানান, বিষয়টি স্থায়ীভাবে সমাধানের জন্য স্যারের সঙ্গে কথা বলেছি। শিক্ষার্থীদের সঙ্গে বসে সমাধান করা হবে।