এবারও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না দুর্গাপূজা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) টানা দুই বছরের ন্যায় এবারও হচ্ছে না শারদীয় দুর্গাপূজা। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদের দাবি সময় কম, বাজেট স্বল্পতা, আয়োজনের প্রস্তুতি না থাকাসহ বিভিন্ন কারণে পূজো আয়োজন করা সম্ভব হয়নি।

এইদিকে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের দাবি গত আগস্ট মাসেই পূজা অনুষ্ঠানের দাবি জানানো হয়েছে সংশ্লিষ্ট শিক্ষকদের নিকট। তাই সময় স্বল্পতা বা প্রস্তুতি নেয়াতে ঘাটতির সুযোগ নেই। পূজা উদযাপন পরিষদের সদিচ্ছা থাকলেই পূজা আয়োজন সম্ভব হত।

জানা যায়, শেষ ২০১৯ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বড় পরিসরে দুর্গাপূজা আয়োজন করা হয়। এরপর করোনা মহামারীর জন্য আর পূজা উদযাপন করা সম্ভব হয়নি। তবে এবার করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা গত আগস্ট মাস থেকেই বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদের নিকট পূজা উদযাপন করার দাবি জানান।

তবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দুর্গাপূজা অনুষ্ঠিত হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পূজা আয়োজন নিয়ে ন্যুনতম কোন উদ্যোগ না থাকায় হতাশাও সৃষ্টি হয়েছে শিক্ষার্থীদের মধ্যে।

আরও পড়ুন: এবারের পূজা শঙ্কামুক্ত নয়: উদযাপন পরিষদ

বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী চন্দ্রিমা রায় বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গাপূজা। আমরা এই পূজাতেই আনন্দ করে থাকি। ক্যাম্পাসে পূজা হলে সহপাঠীদের নিয়ে আনন্দ-উৎসবে পূজা উদযাপন করতে পারতাম। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বরাবরই পূজা আয়োজিত হয়। সে হিসেবে আমাদের ক্যাম্পাসেও পূজা আয়োজন করা উচিত ছিল। এক্ষেত্রে সংশ্লিষ্টদের আন্তরিকতা থাকলেই সব সম্ভব হত।

বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী বর্ণালী সাহা বলেন,বিশ্ববিদ্যালয়ে পূজা না হওয়ায় আমরা হতাশ। অনেক শিক্ষার্থী আছেন যাদের সামনে পরিক্ষার কারনে বাসায় যেতে পারবে না।যদি ক্যাম্পাসে পূজা হতো তাহলে আমরা সবাই একসাথে পূজা উদযাপন করতে পারতাম। এভাবে পূজা না হওয়ার বিষয়টিতে আশাহত হলাম।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. পরিমল বালা বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও এ বছর বাজেট স্বল্পতা এবং সময় স্বল্পতার কারণে আমরা পূজার আয়োজন করতে পারিনি। দুর্গাপূজা ৫ দিনব্যাপী হয়। ৫দিনে পূজা আয়োজনের প্রস্তুতি নেওয়ার অবস্থাও এবার ছিল না। তবে আগামী বছর বিশ্ববিদ্যালয়ে  দুর্গা পূজার আয়োজন করা হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence