বন্ধ হচ্ছে না জবির ছাত্রী হল

জবির বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল
জবির বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল  © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল পূজার ছুটিতে বন্ধ রাখার সিদ্ধান্ত বাতিল করেছে কর্তৃপক্ষ। আবাসিক ছাত্রীরা ক্ষোভ জানালে আলোচনার পর সিদ্ধান্ত বদলানো হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) প্রভোস্ট শামীমা বেগম হল খোলা রাখার বিষয়টি নিশ্চিত করেছেন।

হল খোলা রাখার বিজ্ঞপ্তিও প্রকাশ হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে পূজার ছুটিতে হল বন্ধ রাখার বিজ্ঞপ্তি দেয় কর্তৃপক্ষ। ১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত পূজার ছুটিতে বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়। ৩০ সেপ্টেম্বর থেকে হল বন্ধ রাখার কথা বলা হয়েছি।

তবে নানা কারণে ছাত্রীরা বাড়ি যেতে ইচ্ছুক না হওয়ায় হওয়ায় হল খোলা রাখার আবেদন জানান। অনাবাসিক শিক্ষার্থীরাও এ সিদ্ধান্তের সমালোচনা করেন। কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক চঞ্চল বোসও প্রশ্ন তোলেন। তিনি ফেসবুকে লেখেন, হল ছুটিতে বন্ধ থাকে বলে কখনও শোনেননি।

হলের প্রভোস্ট অধ্যাপক শামীমা বেগম বলেন, কিছু বিভাগে ছাত্রীদের পূজার ছুটি শেষে পরীক্ষা রয়েছে। তাদের কথা বিবেচনা করে হল খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।


সর্বশেষ সংবাদ