কুবিতে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা

মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা
মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা  © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা। আইকিউএসির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এই কার্যক্রম। 
 
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে "কোভিভ ১৯ মহামারীঃ করোনাকালীন শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিপর্যয় ও প্রতিকার" শিরোনামে অনুষ্ঠিত হয়েছে কর্মশালাটি।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে দিনব্যাপী এ কর্মশালা চলবে ৷ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি বিভাগ থেকে ৩ জন করে মোট ৫৭ জন ক্লাস রিপ্রেজেনটেটিভ (সি আর) যুক্ত হয়েছেন এখানে ৷ 

আরও পড়ুনঃ প্রশ্নফাঁসের ঘটনায় আরো ২ শিক্ষক ও অফিস সহায়ক আটক

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোঃ রশিদুল ইসলাম শেখ সভাপতিত্ব করেন এই অনুষ্ঠানে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন। এ কর্মশালায় বিশেষ অতিথি হয়েছেন ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান এবং রিসোর্স  পার্সন  হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক জোবেদা খাতুন।   

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন বলেন, 'আমরা সবসময় শারীরিক স্বাস্থ্য নিয়ে কথা বলি কিন্তু মানসিক স্বাস্থ্য এড়িয়ে যাই৷ কিন্তু মানসিক শান্তি হচ্ছে কিছু কিছু সময় শারীরিক স্বাস্থ্যের চেয়ে গুরুত্বপূর্ণ ৷ শারীরিক স্বাস্থ্যের সাথে মানসিক স্বাস্থ্য কানেক্টেড ৷ শুধু কোভিড পরবর্তী সময় নয়, মানসিক স্বাস্থ্য সবসময়ের জন্যই গুরুত্বপূর্ণ ৷ এটি সরকার, পলিসি মেকারদের কাছেই শুধু অবহেলিত নয় আমাদের ফ্যামিলি এবং সোসাইটিতেও অবহেলিত। তিনি আরও বলেন, 'আমরা খুবই দুঃখের সাথে দেখি  যে সাইকোলজিক্যাল এবং মেন্টাল হেলথের জন্য আমাদের বাজেট খুবই সীমিত।'

শিক্ষার্থীদের মানসিক বিপর্যয় বিষয়ে রিসোর্স পার্সন জোবেদা খাতুন বলেন, 'আমরা দেখেছি করোনার কারণে শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি মানসিক বিপর্যের মধ্যে পড়ে গেছে ৷ এই বিপর্যয়ের মাত্রাটা এরকম যে, অনেকে পড়াশোনা করতে পারছে না, ঘুম হচ্ছে না, পরীক্ষায় বসতে পারছে না ৷ সুইসাইড করার একটা প্রবণতা তাদের মধ্যে দেখা যাচ্ছে ৷ যদিও আমাদের শিক্ষার্থীরা অনেক বেশি সহনশীল ৷ কিভাবে আমরা মানসিক ভাবে শক্তিশালী হতে পারি সেই প্রসেসটাই আমরা দিনভর শিখবো।'  

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. রশিদুল ইসলাম শেখ  ছাত্র প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, 'আপনারা আজ যে জ্ঞান অর্জন করবেন, সেটা আপনার বিভাগে ফিরে গিয়ে জ্ঞানটি বিতরণ করার উদ্যোগ গ্রহণ করবেন ৷ কারণ বিশ্ববিদ্যালয়ের সীমাবদ্ধতা আছে ৷ এই অডিটোরিয়ামটি যদি আরও বড় হতো তাহলে আমরা একসাথে সবাইকে আনতে পারতাম ৷ আজ আমরা যাদেরকে ডাকতে পারিনি আগামীতে তাদের নিয়ে এ জাতীয় একটি প্রোগ্রাম করার চেষ্টা করব ৷'  

এসময় আরও উপস্থিত ছিলেন, ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোঃ হাবিবুর রহমান, আইকিউএসির অতিরিক্ত পরিচালক  ড. মোঃ গোলাম মোর্তাজা তালুকদার, বিভিন্ন বিভাগের শিক্ষক ও ছাত্র প্রতিনিধিরা।  

উল্লেখ্য, এ কর্মশালাটি গত ২৯ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নৈতিক স্খলনে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত শিক্ষককে দিয়ে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণের আয়োজন করায় বিতর্কের সৃষ্টি হয়। পরে আয়োজকরা কর্মশালাটি স্থগিত করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence