স্বাস্থ্য ক্যাডারে নিয়োগের সুপারিশ পেলেন সেই সুমনা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১, ০৬:১৬ PM , আপডেট: ০৭ অক্টোবর ২০২১, ০৬:১৬ PM
দীর্ঘ ১৮ বছর ধরে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের লড়াই চালিয়ে যাওয়া ডা. সুমনা সরকারকে নিয়োগ দিতে সুপারিশ করেছেন সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহ্মদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৩তম বিশেষ বিসিএস প্রার্থী ডা. সুমনা সরকারকে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক সুপারিশ করা হলো।
প্রার্থীর আবেদন পত্রের সাথে সংযুক্ত সনদ, তথ্য, ডকুমেন্টস এবং আবেদনপত্রে প্রার্থীর অঙ্গীকারনামার ভিত্তিতে কমিশন কর্তৃক প্রার্থীকে এই শর্তে সুপারিশ কএয়া হলো যে, নিয়োগকারী কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীর কাগজপত্র সত্যতা যাচাই পূর্বক চূড়ান্ত নিয়োগ দেবেন।
প্রসঙ্গত, ২০০ সালে ২৩তম বিশেষ বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে প্রার্থী ছিলেন ডা. সুমনা। প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। ২০০৩ সালে অনুষ্ঠিত মনস্তাত্ত্বিক পরীক্ষায়ও উত্তীর্ণ হন। তবে মুক্তিযোদ্ধা সনদ নিয়ে জটিলতার অভিযোগে চূড়ান্ত মৌখিক পরীক্ষা থেকে বাদ পড়েন তিনি। এর পর আদালতের দ্বারস্ত হন সুমনা।