৪০তম বিসিএসের ফল দিতে ৭দিনই কাজ করছে পিএসসি

১১ ডিসেম্বর ২০২০, ০৮:২৪ PM
সরকারী কর্ম কমিশন

সরকারী কর্ম কমিশন © ফাইল ফটো

চলতি মাসের মধ্যে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে সপ্তাহে সাত দিনই কাজ করছে সরকারী কর্ম কমিশনের (পিএসসি) ক্যাডার সেকশনের কর্মকর্তা-কর্মচারীরা। গত বৃহস্পতিবার সরেজমিনে পিএসসি কার্যালয় ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।

পিএসসি সূত্রে জানা গেছে, ৪০তম বিসিএসের রেজাল্ট প্রস্তুতের কাজ একদম শেষ পর্যায়ে রয়েছে। কমিশনের সদস্যরা খুব শিগগিরই বৈঠকে বসবেন। বৈঠকে কবে ফলাফল প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন তারা। আগামী ১৫ অথবা ১৭ ডিসেম্বর এই বৈঠক হতে পারে। 

৪০ বিসিএসের লিখিত পরীক্ষার রেজাল্ট প্রসঙ্গে জানতে চাইলে পিএসসি’র ক্যাডার সেকশনের এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ডিসেম্বর মাসের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে। তবে কবে হবে সেটি নির্দষ্ট করে বলা যাচ্ছে না। তিনি বলেন, স্বচ্ছতা বজায় রাখতে রেজাল্ট প্রকাশের আগ পর্যন্ত পিএসসি’র কেউ জানে না। কমিশন কর্তৃক পূর্ব নির্ধারিত মিটিংয়ে সিদ্ধান্ত হয় এবং সেই মিটিংয়ে সদস্যদের সম্মতিক্রমে তখনই রেজাল্ট প্রকাশ করা হয়।

সপ্তাহে সাতদিন অফিস করা প্রসঙ্গে তিনি বলেন, আমরা সাধারণ মানুষকে সেবা দেয়ার উদ্দেশ্য নিয়েই পিএসসিতে জয়েন করেছি। শুধু ৪০তম বিসিএসই নয়; প্রায় সব বিসিএসের রেজাল্ট প্রস্তুতের সময়ই আমাদের সরকারি বন্ধের দিনও কাজ করতে হয়। এটা আমাদের জন্য নিয়মিত ব্যাপার হয়ে গেছে।

তথ্যমতে, একজক পরীক্ষক খাতা মূল্যায়ন করার পর তার মূল্যায়ন সঠিক হয়েছে কি না, সেটি যাচাইয়ের জন্য ওই খাতা দ্বিতীয় ধাপে একজন নিরীক্ষক পুনরায় পরীক্ষা করেন। দুই জনের দেয়া নম্বরের মধ্যে যদি ২০ শতাংশ পার্থক্য থাকে তখন সেই খাতা তৃতীয় পরীক্ষক দেখেন। তবে ৪০তম বিসিএসে সেটির প্রয়োজন হয়নি। ফলাফল প্রকাশের একদম চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। ডিসেম্বর মাসের মধ্যেই ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী। গত বছরের ৩ মে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। গত ৪ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়।

৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। ক্যাডার অনুসারে, প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে পিএসসি।

ইসতিয়াক নাসিরকে দলে ফেরাল বিএনপি
  • ২৪ জানুয়ারি ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন সুইডেনে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে
  • ২৪ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরা-৩ আসনে এনসিপির গণভোটের পক্ষে প্রচারণার প্রার্থী ড…
  • ২৪ জানুয়ারি ২০২৬
কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময় পরিবর্তন
  • ২৪ জানুয়ারি ২০২৬
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২৫ বছরে পদার্পণ: বছর…
  • ২৪ জানুয়ারি ২০২৬
সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন শেষ ৩১ জানুয়ারি
  • ২৪ জানুয়ারি ২০২৬