স্নাতকের সব পরীক্ষা শেষ না হলে বিসিএস আবেদনের সুযোগ নেই

সরকারী কর্ম কমিশন
সরকারী কর্ম কমিশন  © ফাইল ফটো

স্নাতক শেষ বর্ষের সবগুলো বিষয়ের পরীক্ষা শেষ না হলে অ্যাপেয়ার্ড হিসেবে কোনো শিক্ষার্থীার ৪৩তম বিসিএসে আবেদনের সুযোগ নেই বলে সরকারী কর্ম কমিশনের একাধিক সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক্ষ জানায়, অনার্স শেষ বর্ষের পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা অ্যাপেয়ার্ড হিসেবে ৪৩তম বিসিএসে আবেদন করতে পারবেন। তবে ফাইনাল ইয়ারের সব বিষয়ের পরীক্ষা শেষ না হওয়ায় তারা আবেদন করতে পারবেন না ওই সূত্র জানিয়েছে।

পিএসসি সূত্রে জানা গেছে, বিসিএসে আবেদন করতে হলে একজন শিক্ষার্থীকে স্নাতক ফাইনাল ইয়ারের সবগুলো বিষয়ের পরীক্ষা শেষ করতে হবে। তবেই ওই শিক্ষার্থী আবেদন ফরম পূরণের সময় অ্যাপেয়ার্ড লিখে আবেদন করতে পারবেন। পরবর্তীতে ফলাফল প্রকাশের পর যোগ্য হলে প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে পারেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে পিএসসির পরীক্ষা শাখার (ক্যাডার) পরিচালক নেয়ামত উল্ল্যাহ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, যে কোনো বিসিএসে আবেদনের জন্য একজন শিক্ষার্থীকে অবশ্যই স্নাতকের সব বিষয়ের পরীক্ষা শেষ করতে হবে। তবেই তিনি অ্যাপেয়ার্ড হিসেবে আবেদন করতে পারবেন। এর বাইরে আবেদনের কোনো সুযোগ নেই।


সর্বশেষ সংবাদ