ফ্লোচার্ট অনুসরণে ৫০তম বিসিএসের আবেদন শুরু কাল, দেখুন নির্দেশনা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন  © সংগৃহীত

৫০তম বিসিএসের আবেদন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে ফ্লোচার্ট অনুসরণ করে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর আগামী বছরের ৩ জানুয়ারি পর্যন্ত আবেদন ফি পরিশোধের সুযোগ পাবেন।  

বুধবার (৩ ডিসেম্বর) পিএসসির ওয়েবসাইটে আবেদনপত্র অনলাইনে পূরণ, ফি জমাদান ও এডমিট কার্ড প্রাপ্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক ক্যাডার মাসুমা আফরীন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের Web Address (www.bpsc.gov.bd) অথবা টেলিটক বাংলাদেশ লি.-এর Web Address (http://bpsc.teletalk.com.bd) এর মাধ্যমে আগ্রহী প্রার্থীরা ফ্লো চার্ট অনুসরণ করে ৫০তম বিসিএস পরীক্ষা-২০২৫ এর জন্য আবেদন করতে পারবেন। 

অনলাইন আবেদনের সময় নিম্নোক্ত প্রয়োজনীয় তথ্যাদি/কাগজপত্র সাথে নিয়ে বসার নির্দেশনা দিয়েছে পিএসসি। 

এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার রোল, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড, রেজাল্ট, গ্রুপ, পাসের সন;

স্নাতক/সমমান পর্যায়ের প্রতিষ্ঠানের নাম, রোল, সেশন, রেজাল্ট, বিষয়, পাসের সন;

স্নাতকোত্তর/সমমান পর্যায়ের প্রতিষ্ঠানের নাম, রোল, সেশন, রেজাল্ট, বিষয়, পাসের সন 

এনআইডি, জন্ম সনদ ও পাসপোর্ট নম্বর;

অনধিক তিন মাস পূর্বে তোলা সর্বোচ্চ ৩০০ × ৩০০ ( দৈর্ঘ্য গ্রন্থ) পিক্সেল এবং ১০০ কিলোবাইট সাইজের রঙিন ছবি;

সর্বোচ্চ ৩০০x৮০ (দৈর্ঘ্য*গ্রন্থ) পিক্সেল এবং ৬০ কিলোবাইট সাইজের সিগনেচার;

 উচ্চতা (সে.মি), ওজন (কেজি) এবং বুকের মাপ (সে.মি) এবং ৫০তম বি. সি. এস. পরীক্ষা-২০২৫ এর বিজ্ঞপ্তির কপি।

আবেদন সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা দেখুন এখানে


সর্বশেষ সংবাদ