নন-ক্যাডার বিধি সংশোধন করে দ্রুত ‘সংশোধিত গেজেট’ প্রকাশের দাবি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০৮:১৬ PM
নন-ক্যাডার বিধি -২০২৩ সংশোধন করে প্রধান উপদেষ্টার স্বাক্ষর ও অনুমোদনের মাধ্যমে দ্রুত “সংশোধিত গেজেট” প্রকাশের দাবি জানিয়েছে চাকরি প্রার্থীরা। আজ শনিবার (১১ অক্টোবর) শনিবার বিকেল সাড়ে পাঁচটায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে চাকরি প্রার্থীরা এই দাবি জানান ।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সাবেক শিক্ষার্থী ও টানা পাঁচবার বিসিএস ভাইভায় উত্তীর্ণ প্রার্থী মো: ইলিয়াস নেওয়াজ। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ও ৪৩ বিসিএসের পরীক্ষার্থী মোঃ ফারুকুল ইসলাম,ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার্থী জালাল আহমদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো. মাকসুদুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মঈন উদ্দিন সহ ১৫/২০ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন ।
লিখিত বক্তব্যে তারা জানান, বর্তমানে নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ অচল অবস্থায় রয়েছে। এর মূল কারণ হলো নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) (সংশোধন) বিধিমালা, ২০২৫ এখনো গেজেট আকারে প্রকাশিত হয়নি। প্রধান উপদেষ্টা কার্যালয়ে প্রেরণের পর তিন মাস অতিক্রান্ত হলেও অনুমোদন ও স্বাক্ষর ছাড়াই এটি আটকে আছে। যে বিধি দেশের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নির্ধারণ করবে, সেটিকে পরিকল্পিতভাবে বিলম্বিত করা হচ্ছে।
এ সময় তারা অভিযোগ করে বলেন, আমরা বিসিএস চাকরি প্রত্যাশী প্রার্থীরা দীর্ঘদিন ধরে সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে যোগাযোগ করে আসছি। স্মারকলিপি প্রদান, মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও আমরণ অনশন—সব ধরনের শান্তিপূর্ণ উদ্যোগ নিয়েও বারবার আশ্বাস ছাড়া বাস্তব অগ্রগতির কোনো খবর পাইনি। বারবার প্রতিশ্রুতি ভঙ্গ ও দীর্ঘসূত্রতায় ফেলে রাখার কারণে বাধ্য হয়ে শনিবার (১০ অক্টোবর) আমরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা বরাবর শান্তিপূর্ণ পদযাত্রা করলে বর্বরোচিত পুলিশি হামলার শিকার হই। এ সময় তারা গতকালের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে তারা ৩ দফা দাবি জানান। দাবিগুলো হলো- নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) (সংশোধন) বিধিমালা, ২০২৫”(২০২৩ এর নন-ক্যাডার বিধির সংশোধিত রূপ) অবিলম্বে প্রধান উপদেষ্টার স্বাক্ষর ও অনুমোদনের মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করতে হবে; ৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রার্থীদের জন্য অধিযাচিত পদসমূহে দ্রুততম সময়ে সুপারিশ কার্যক্রম সম্পন্ন করতে হবে; ২০২৩ এর নন-ক্যাডার বিধির সংশোধন প্রক্রিয়া ত্বরান্বিত করে চলমান(৪৪,৪৫,৪৬ ও ৪৭তম) সকল বিসিএস থেকে সর্বোচ্চ সংখ্যক নন-ক্যাডার পদে সুপারিশের ধারা অব্যাহত রাখতে হবে।