বিশেষ বিসিএসের সংশোধিত বিজ্ঞপ্তি প্রত্যাহার, আবেদনকারীদের বিষয়ে যা জানাল পিএসসি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন  © সংগৃহীত

৪৯তম বিশেষ বিসিএসে শিক্ষা ক্যাডার নিয়োগে গত ২৯ জুলাই প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তি প্রত্যাহার করেছে বাংলাদেশ  সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (১৩ আগস্ট) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সংশোধিত বিজ্ঞপ্তিতে,  শিক্ষা ক্যাডারের পাঁচটি বিষয়ের প্রভাষক পদে শিক্ষাগত যোগ্যতার বিষয় কোডে পরিবর্তন আনা হয়েছিল। প্রথম প্রকাশিত বিজ্ঞপ্তিতে অর্থনীতি বিষয়ে প্রভাষক নিয়োগের কোড ছিল ১১৮, পরে সংশোধনীতে এর সঙ্গে ৭০২ কোড যুক্ত করা হয়। একইভাবে ব্যবস্থাপনা বিষয়ে ১৩৭-এর সঙ্গে ৬৯৮, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে ১০৯-এর সঙ্গে ৭০০, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে একাধিক কোডের সঙ্গে ৬৯৯ এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ইসলামি আদর্শ বিষয়ে ১৩১-এর সঙ্গে ৭০১ কোড যুক্ত করা হয়। সংশোধিত বিজ্ঞপ্তি প্রত্যাহারের ফলে এসব অতিরিক্ত কোড বাতিল হয়ে গেছে এবং মূল বিজ্ঞপ্তির কোড বহাল রয়েছে।

ইতোমধ্যে সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন করে যুক্ত হওয়া বিষয়গুলোতে অনেক প্রার্থী আবেদন করেছেন। এদিকে সংশোধিত বিজ্ঞপ্তিটি প্রত্যাহারের পর থেকে এসব প্রার্থীদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা। এ প্রসঙ্গে বৃহস্পতিবার (১৪ আগস্ট) পিএসসির একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সংশ্লিষ্ট বিষয়সমূহে এখন পর্যন্ত কতটি আবেদন পড়েছে তা এখনো পর্যালোচনা করা হয়নি। আগামী সপ্তাহে এগুলো পর্যালোচনা করে তারপর এসব প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে মূল বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করেছেন তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই বলেও জানিয়েছেন তিনি।  


সর্বশেষ সংবাদ