বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর কমছে

সরকারি কর্ম কমিশন
সরকারি কর্ম কমিশন  © ফাইল ছবি

বিসিএস পরীক্ষার মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর কমানোর উদ্যোগ নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ নম্বর ১০০ করার প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। পিএসসির একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্রটি বলছে, মন্ত্রণালয়ে এ প্রস্তাবের অনুমোদন পেলে বিসিএসের মৌখিক পরীক্ষায় এটি কার্যকর হবে। ৪৪তম বিসিএস থেকে এ ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা হতে পারে বলে সূত্রটি জানিয়েছে। এতদিন ২০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হতো।

আরো পড়ুন: গুচ্ছ ভর্তি পরীক্ষার পক্ষে যা বললেন শিক্ষা উপদেষ্টা

এর আগে ৪৭তম বিসিএসের ফি কমানোর ঘোষণা দিয়েছে পিএসসি। যদিও কত টাকা ফি কমছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। গত ২৮ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রতিশ্রুতির সঙ্গে সংগতি রেখে ৪৭তম বিসিএস পরীক্ষার ফি ৭০০ টাকা থেকে কমিয়ে নতুন হার পুনর্নির্ধারণের বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন দ্রুত সিদ্ধান্ত নেবে।

হ্রাসকৃত পরীক্ষার ফি আবেদন শুরুর আগেই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এবং পিএসসির ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে জানায় পিএসসি। ৪৭তম বিসিএসের মাধ্যমে ৩ হাজার ৪৮৭ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। তাছাড়া নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence