যে কোনো মুহূর্তে পদত্যাগ করতে পারেন পিএসসি চেয়ারম্যান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৭:৪৫ PM , আপডেট: ০৬ অক্টোবর ২০২৪, ০৭:৪৮ PM
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন যে কোনো মুহূর্তে পদত্যাগ করতে পারেন। পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের বিষয়টি কমিশনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বলে জানা গেছে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসি’র শীর্ষ এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন. ‘চেয়ারম্যান স্যার অনেক দিন ধরেই পদত্যাগের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছেন। পদত্যাগের বিষয়ে ইতোমধ্যে প্রধান উপদেষ্টা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। হয়তো উপর থেকে সবুজ সংকেত আসায় এমন গুঞ্জন উঠেছে।’
ওই কর্মকর্তা আরও বলেন, ‘চলতি সপ্তাহে তিনি পদত্যাগ করতে পারেন পিএসসি চেয়ারম্যান।চেয়ারম্যান হিসেবে যোগদানের পর থেকে বিসিএসসহ নন-ক্যাডারের পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যথেষ্ট চেষ্টা করেছেন সোহরাব স্যার। তার অনেক পরিকল্পনা ছিল বলেও জানান তিনি।’
এদিকে চলতি সপ্তাহের মধ্যে পিএসসি’র সংস্কার দাবি করে চাকরির পরীক্ষাগুলো শুরুর দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ দাবি করেন তিনি।
সারজিস বলেন, ‘এই সপ্তাহের মধ্যে PSC সংস্কার করে চাকুরি প্রত্যাশিদের জব এক্সামগুলো শুরু করতে হবে ৷ যে তরুণ প্রজন্ম এই অভ্যুত্থানের অগ্রনায়ক তাদের প্রায়োরিটির কথা ভুলে গেলে চলবে না ৷’
প্রসঙ্গত, ৫ আগস্টের পর পিএসসি থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো পত্রগুলোর ৯০ শতাংশের প্রতিউত্তর মেলেনি। পিএসসির পরিস্থিতি জানিয়ে চিঠি দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। প্রতিনিয়ত চাকরিপ্রার্থীরা পিএসসিতে এসে বিক্ষোভ করছেন, তাদের দাবির বিষয়ে জানানো হলেও কোনো পরামর্শ ও নির্দেশনা মন্ত্রণালয় দেয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে পিএসসি এখন অনেকাংশে সংযোগবিহীন। এ অবস্থায় বিভিন্ন মহল ও চাকরিপ্রার্থীদের পক্ষ থেকে পিএসসির সংস্কারের দাবি ওঠে। সেই দাবি জানিয়ে এবার কথা বললেন সারজিস আলম। সারজিসের এমন স্ট্যাটাসের ২৪ ঘণ্টা যেতে না যেতেই পিএসসি চেয়ারম্যান সোহরাব হোনাইনের পদত্যাগের গুঞ্জন উঠল।