৪৬তম বিসিএস: যে কারণে নন-ক্যাডারে পদ সংখ্যা কমল

২৯ নভেম্বর ২০২৩, ০৫:৪৪ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

৪৬তম বিসিএসের মাধ্যমে নন-ক্যাডারের এক হাজার ১০০ পদে নিয়োগ দেওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না। প্রাথমিকভাবে বিজ্ঞপ্তিতে ৩০০ পদ উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিগত কয়েকটি বিসিএসের মধ্যে এটি সর্বনিম্ন।

পিএসসির একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, ৪৬তম বিসিএসের মাধ্যমে নিয়োগের জন্য বিভিন্ন দপ্তর থেকে ১১০০ শূন্য পদের তথ্য পাঠানো হয়েছিল। তবে প্রাপ্ত শূন্য পদের তথ্য যাচাই করা সম্ভব হয়নি। এছাড়া একাধিক দপ্তর থেকে ৪১তম বিসিএসের জন্য পাঠানো তথ্য ৪৬তম বিসিএসেও পাঠানো হয়েছিল। সেজন্য পদসংখ্যা কমেছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক পিএসসির উচ্চপর্যায়ের এক কর্মকর্তা আজ বুধবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তিতে নন-ক্যাডারে ৩০০ পদের বিষয় উল্লেখ থাকবে। এই সংখ্যা চূড়ান্ত নয়। পদ আরও বাড়বে।’

আরও পড়ুন: ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি কাল, সর্বোচ্চ পদ স্বাস্থ্যে

এদিকে আগামীকাল বুধবার ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ৩১০০ জনকে নিয়োগ সুপারিশ করবে পিএসসি। ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি ৩০ নভেম্বর প্রকাশিত হলেও বয়স গণনা হবে ১ নভেম্বর থেকে। পিএসসির  নিয়োগ বিধিমালা অনুযায়ী- যে মাসে বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, সেই মাসের ১ তারিখ থেকে বয়স গণনা করা হবে। 

এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি আগামীকাল বৃহস্পতিবার প্রকাশিত হবে। এই বিসিএসের মাধ্যমে ৩ হাজারের বেশি ক্যাডার নিয়োগ দেওয়া হবে।

স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় ব্যবস্থাপক গ্রেপ্তার
  • ২৩ জানুয়ারি ২০২৬
বাইরের মানুষ কালীগঞ্জকে শোষণ করতে চাইছে: স্বতন্ত্র প্রার্থী…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্নাতক ও স্নাতকোত্তরের পাশাপা…
  • ২৩ জানুয়ারি ২০২৬
আমি শাসক বা প্রশাসক হতে আসিনি, আপনাদের সেবক হতে এসেছি: ডা. …
  • ২৩ জানুয়ারি ২০২৬
নির্বাচনের আগে ও পরে অনলাইনে নজরদারি করবে সিআইডি
  • ২৩ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছি…
  • ২৩ জানুয়ারি ২০২৬