ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা

৩৮তম বিসিএস নন-ক্যাডারদের জন্য ৫৪টি পদ সংরক্ষণের নির্দেশ

হাইকোর্ট ভবন
হাইকোর্ট ভবন  © ফাইল ছবি

ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা পদে ৩৮তম বিসিএস নন-ক্যাডারদের জন্য ৫৪টি পদ সংরক্ষণের নির্দেশ দিয়েছেন  হাইকোর্ট। সোমবার (১৩ নভেম্বর) বিচারপতি জে এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। 

এর আগে গত ২১ আগস্ট এ বিষয়ে আদালতে রিট দায়ের করে চাকরিপ্রার্থীরা। গত ১৬ সেপ্টেম্বর রিটের প্রাথমিক শুনানি হয়। শুনানি শেষে ৩৮তম বিসিএস নন-ক্যাডার পদে আবেদনকারীদের কেন ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা পদে নিয়োগের সুপারিশের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়।

গত ২০ সেপ্টেম্বর ৪০তম বিসিএস নন ক্যাডার প্রার্থীদের মধ্যে ১১৬৪ জনকে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা পদে সুপারিশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর প্রেক্ষিতে রিট আবেদনকারীরা গত ৩০ অক্টোবর হাইকোর্ট বিভাগে একটি পরিপূরক আবেদনপত্র দাখিল করেন। আবেদনপত্রে রিট আবেদনকারীদের পূর্বে ভূমি উপসহকারী কর্মকর্তা পদে কেন ৪০তম বিসিএস নন ক্যাডার প্রার্থীদের নিয়োগ দেওয়া হলো সেটির উপরে স্থগিতাদেশ চাওয়া হয়। সেই আবেদনপত্রের শুনানি শেষে হাইকোর্ট বিভাগের উক্ত বেঞ্চ আজ আবেদনকারীদের জন্য ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা পদে ৫৪টি পদ সংরক্ষণের নির্দেশ দেন। 

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন, নাঈম সরকার ও ব্যারিস্টার সোলায়মান তুষার।  অন্যদিকে ভূমি মন্ত্রণালয়ের পক্ষে নিযুক্তিয় বিজ্ঞ আইনজীবী উক্ত সম্পূরক আবেদনের বিরোধিতা করেন।


সর্বশেষ সংবাদ