যে কারণে ৪৩তম বিসিএসের ফল প্রকাশে বিলম্ব

সরকারি কর্ম কমিশন
সরকারি কর্ম কমিশন  © ফাইল ফটো

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল গত সপ্তাহে প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন করা হলেও তা প্রকাশ করেনি সরকারি কর্ম কমিশন (পিএসসি)। চলতি সপ্তাহে এই বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

পিএসসি’র একটি সূত্র জানিয়েছে, গত বুধবার অথবা বৃহস্পতিবার ৪৩তম বিসিএসের ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এজন্য পিএসসি’র পরীক্ষা শাখা সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছিল। তবে কিছু জটিলতা তৈরি হওয়ায় ফল প্রকাশ করা সম্ভব হয়নি। চলতি সপ্তাহে এ ফল প্রকাশ করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক পিএসসি’র এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। চলতি সপ্তাহে এই বিসিএসের ফল প্রকাশ করা হবে।

জানা গেছে, ২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বছরের ২০ জানুয়ারি ৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ২২৯ প্রার্থী।

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence