৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল যে কোনো সময়
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ আগস্ট ২০২৩, ০৪:১৪ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৩, ০৪:১৯ PM
৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল তৈরির কাজ প্রায় শেষ। আগামী সপ্তাহের যে কোনো দিন এই বিসিএসের ফল প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) সরকারি কর্ম কমিশনের পিএসসি) একাধিক কর্মকর্তার সাথে আলাপকালে এ এ তথ্য জানায়।
পিএসসি’র একটি সূত্রটি দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, লিখিত পরীক্ষার ফল প্রকাশের সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আগামী সপ্তাহের শুরুর দিকে ফল প্রথম দিকে ফল প্রকাশ করার সম্ভাবনা প্রবল।
নাম প্রকাশে অনিচ্ছুক পিএসসি’র এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ৪৩তম বিসিএসের ফল প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে। আগামী সপ্তাহের যে কোনো দিন ফল প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর ১০-১৫ দিনের মধ্যে মৌখিক পরীক্ষা শুরু হবে।