৪০তম বিসিএস

প্রশাসনসহ সেরা তিন ক্যাডারে বুয়েটের ৬৮ শিক্ষার্থী, দু’টিতে প্রথম

১৮ জুলাই ২০২৩, ০৯:০৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

৪০তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৯২৯ জনকে নিয়োগ দিয়ে গত বছরের ১ নভেম্বর প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালায়। যদিও সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক হাজার ৯৬৩ জনকে নিয়োগের সুপারিশ করেছিল। নিয়োগের সময় ৩৪ জন বাদ পড়েন। এই বিসিএসে নিয়োগ পাওয়া শীর্ষ ক্যাডারগুলোর বড় অংশই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের দখলে।

জানা গেছে, ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর এক হাজার ৯০৩টি পদে নিয়োগের জন্য ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়। তবে পরে পদ বাড়ানো হয়েছিল। এতে চার লাখ ১০ হাজার ৯৬৩ জন প্রার্থী আবেদন করেন। পরীক্ষায় অংশ নেন তিন লাখ ২৭ হাজার ৫২৫ জন।

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ২০ হাজার ২৭৭ জনকে লিখিত পরীক্ষায় ডাকা হয়। পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১০ হাজার ৯৬৪ জন মৌখিক পরীক্ষায় ডাক পান।

এসব প্রক্রিয়া শেষে এক হাজার ৯৬৩ জনকে পিএসসি নিয়োগের সুপারিশ করেছিল। তবে এর মধ্য থেকে ৩৪ জনকে বাদ দিয়ে নিয়োগ দেয় সরকার। এর মাধ্যমে প্রশাসন, পুলিশ ও পররাষ্ট্র ক্যাডারে নিয়োগ পান ৩৪০ জন। এর মধ্যে বুয়েট শিক্ষার্থীই ৬৮ জন।

পিএসসি সূত্রে জানা গেছে, ৪০তম বিসিএসে প্রশাসন ক্যাডারের নিয়োগ পেয়েছেন ২৪৫ জন। এর মধ্যে ৫৫ জন বুয়েটের। এ ক্যাডারের মধ্যে প্রথম ২০ জনের ৯ জনই বুয়েট শিক্ষার্থী ছিলেন। পুলিশ ক্যাডারের ৭১ জনের মধ্যে চার জন বুয়েটের। আর পররাষ্ট্র ক্যাডারে ২৪ জনের মধ্যে বুয়েটের রয়েছেন ৯ জন।

এ ছাড়া শুল্ক ও আবগারি ক্যাডারে প্রথম হয়েছেন বুয়েটের ইইই বিভাগের শিক্ষার্থী সাকিব হোসেন। আর পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছেন পানিসম্পদ প্রকৌশল বিভাগের মোহাইমিনুল ইসলাম।

৪০তম বিসিএসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, প্রশাসনে ২০০ জন, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে ৮০০ জনসহ এক হাজার ৯০৩ জন নিয়োগ পাবেন। তবে নিয়োগ দেওয়া হয় এক হাজার ৯২৯ জনকে।

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের রজত জয়ন্তী উদযাপিত
  • ২৩ জানুয়ারি ২০২৬
ভাষানটেকে তারেক রহমানের জনসভা শুরু
  • ২৩ জানুয়ারি ২০২৬
সন্তানকে হত্যার পর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দামের…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঘোষণা দিলে ঢাকায় জামায়াতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না:…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তার মৃত্যু ঘিরে রহস্য
  • ২৩ জানুয়ারি ২০২৬
‘জাতীয় সংসদ নির্বাচন ডাকসু-চাকসু-রাকসুর মতো হবে’
  • ২৩ জানুয়ারি ২০২৬