৪৫তম বিসিএসের সার্কুলার আজ

৩০ নভেম্বর ২০২২, ১০:৪৮ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

৪৫তম বিসিএসের মাধ্যমে ক্যাডার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে আজ বুধবার (৩০ ডিসেম্বর)। বিকেল ৩টায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। সভায় সিদ্ধান্ত হলে বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেবে কমিশন।

সভায় ৪৫ তম বিসিএসের পদ সংখ্যা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানা গেছে। এর আগে পিএসসির একাধিক শীর্ষ কর্মকর্তা জানান, চলতি মাসের শেষ দিকে ৪৫তম বিসিএসের সার্কুলার প্রকাশ করা হবে। আজ মাসের শেষ দিন হওয়ায় এবং সভা ডাকায় সার্কুলার প্রকাশের সিদ্ধান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সভা আহবানের বিষয়টি নিশ্চিত করে পিএসসির জনসংযোগ কর্মকর্তা সাহিদা খাতুন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ৪৫তম বিসিএসের সার্কুলার প্রকাশের বিষয়ে তাঁর কাছে কোনও তথ্য নেই। তবে বিকেলে কমিশনের সভা আছে। সার্কুলারের বিষয়ে কোনও সিদ্ধান্ত হলে তা ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

আরো পড়ুন: ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তিতেই থাকছে নন-ক্যাডার: পিএসসি চেয়ারম্যান

গত সপ্তাহে ৪৫তম বিসিএসের পদের সংখ্যা নিয়েও ধারণা দেওয়া হয়েছে। এর মাধ্যমে দুই হাজার ৩০৯ জনকে নিয়োগ দেওয়া হতে পারে। এর মধ্যে চিকিৎসক থাকবে ৫৩৯ জন। এর আগে সাধারণ বিসিএসে একসঙ্গে এত বিপুল সংখ্যক চিকিৎসক নিয়োগ দেওয়া হয়নি। ৩৯তম (বিশেষ) ৪২তম বিসিএসে চিকিৎসক দেওয়া হয়।

পিএসসি’র এক কর্মকর্তা গত বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী ৪৫তম বিসিএসের মাধ্যমে প্রায় ২ হাজার ৩০০ ক্যাডার নিয়োগ দেওয়া হবে।

পিএসসি সচিব মু: আ: হামিদ জমাদ্দার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন, ৪৫তম বিসিএসের পদ সংখ্যা নিয়ে আমাদের সংশ্লিষ্ট ইউনিটগুলো কাজ করছে। দুই হাজারের বেশি ক্যাডার পদ রয়েছে। ক্যাডার পদ কিছুটা কম-বেশি হতে পারে। নন-ক্যাডারের পদ সংখ্যা এই মুহূর্তে বলা সম্ভব নয়।

হাসিনা আপার কর্মী-সমর্থকদের জানাতে চাই, আমরা আছি আপনাদের পা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠার দুই যুগেও মাভাবিপ্রবিতে নেই নিজস্ব মন্দির, খোলা …
  • ২৪ জানুয়ারি ২০২৬
কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়ে…
  • ২৩ জানুয়ারি ২০২৬
‘ফ্যাসিস্ট আমলে জাতীয়তাবাদী আদর্শের যারা নিয়োগ পেয়েছে, তারা…
  • ২৩ জানুয়ারি ২০২৬
নাহিদের আসনে আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার সাঁটানোর অভিযোগ বিএ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাবি উপাচার্যের জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন
  • ২৩ জানুয়ারি ২০২৬