জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের শতভাগ ওয়েভার দিচ্ছে উত্তরা ইউনিভার্সিটি

উত্তরা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের উল্লাস
উত্তরা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের উল্লাস  © ফাইল ছবি

উত্তরা ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) থেকে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এ সেমিস্টারের ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীদের ৫০ শতাংশ টিউশন ফি মওকুফের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়টি। শুক্রবার (০২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চার বছরের প্রোগ্রামের মধ্যে– বিবিএ, বাংলা, ইংরেজি ,ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি, সিএসই, ও ইসলামিক স্টাডিজে দেয়া হচ্ছে এসএসসি ও এইচএসসির ফলাফলের উপরে ১০%-১০০% পর্যন্ত স্পেশাল স্কলারশিপ।

এছাড়াও সিভিল, ইইই, টেক্সটাইল, ম্যাথমেটিক্স ও এডুকেশনের চার বছরের প্রোগ্রামের ক্ষেত্রে নূন্যতম ৫০% টিউশন ফির উপরে ওয়েভার দেয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চার বছরের প্রোগ্রামের ক্ষেত্রে যাদের এসএসসি ও এইচএসসি দুটোতেই জিপিএ-৫ আছে তদেরকে ১০০% ওয়েভার দেয়া হচ্ছে। মাস্টার্সের সকল প্রগ্রামে ২০% টিউশন ফির উপরে ওয়েভার দেয়া হচ্ছে।

আরও পড়ুন: ভর্তির টাকায় বাবাকে দাফন করা মেয়ের দায়িত্ব নিল উত্তরা ইউনিভার্সিটি

এর আগে, ঢাকার তুরাগে ভাঙারি দোকানে বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা যাওয়া গাজী মাজহারুল ইসলামের মেয়ে বীথি আক্তারের পড়াশোনার দায়িত্ব নেয় উত্তরা ইউনিভার্সিটি। গত ১০ আগস্ট বীথি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ৪ বছর মেয়াদি অনার্স প্রোগ্রামে ভর্তি হন।

বীথি বাবার কাছ থেকে ১২ হাজার ৮০০ টাকা নিয়ে উত্তরা ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে ভর্তি হতে গিয়েছিলেন। সব আনুষ্ঠানিকতা শেষে যখন টাকা জমা দেবেন, তখনই মুঠোফোনে জানতে পারেন ঢাকার তুরাগের রাজাবাড়ি এলাকায় ভাঙারি দোকানে বিস্ফোরণে দগ্ধ হয়েছেন তার বাবা। বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হয়েই ছুটে যান হাসপাতালে।

পরে সেদিন রাতেই ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবা। তাঁর দাফনে ব্যয় হয়ে যায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বাবার দেওয়া সেই টাকা। আকস্মিক বাবাকে হারানোয় বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নটাও উবে যায় বীথির। এরপর বীথি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিষয়টি নজরে আসে উত্তরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence